Supreme court hearing on RG Kar: সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে আর জি কর মামলার শুনানি?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Supreme court hearing on RG Kar: কাল সম্ভবত সুপ্রিম কোর্টে বসছে না আর জি কর মামলার শুনানি। সূত্রের খবর, আগামীকাল সুপ্রিম কোর্টের(Supreme court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে(Supreme court) উপস্থিত থাকতে পারবেন না বিশেষ কারণে। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে অন্য কোন এজলাসে আর জি কর মামলার শুনানি হয় নাকি শুনানির দিন পিছিয়ে যায় সেদিকেই নজর দেশবাসীর।

গত ৯ আগস্ট আর জি কর(RG Kar) হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার নৃশংসতায় চমকে ওঠে গোটা দেশ। আওয়াজ ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস।’ দেশজুড়ে তুমুল প্রতিবাদ আন্দোলনের মধ্যেই কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের(CBI) হাতে। পরে দেশের শীর্ষ আদালত স্বতপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে। সিবিআইকে আগামীকাল অর্থাৎ ৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে বলে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানির দিকে চেয়েছিলেন দেশবাসী। মামলার শুনানিকে সামনে রেখে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে। তবে ইতিমধ্যে খবর আগামীকাল সুপ্রিম কোর্টের(Supreme court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে আসতে পারবেন না। সেকারণে মামলাটির শুনানি পিছিয়ে যেতে পারে। এই সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

আরও পড়ুনঃ: বিরূপাক্ষের বদলি! বর্ধমান থেকে সোজা কাকদ্বীপ

তবে আইনজীবীদের একাংশের তরফে দাবি করা হচ্ছে ঘটনার গুরুত্ব বিচার করে অন্য কোন এজলাসে হতে পারে মামলার শুনানি।