বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) বদলি করলো স্বাস্থ্য দফতর। ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) বদলি করা হয়েছে কাকদ্বীপে। আরজি কর কাণ্ডের পর থেকে ‘প্রভাবশালী’ হিসাবে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের বিভিন্ন চিকিৎসকের নাম উঠে এসেছে। তার মধ্যে ছিল বিরূপাক্ষের নামও।
বর্ধমান মেডিক্যাল কলেজে নাকি ছড়ি ঘোরাতেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কান্ডের পর থেকেই বিভিন্ন মহলে উঠেছিল এমন অভিযোগ। কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। GNE Bangla-র তরফে অডিওটির সত্যতা যাচাই করা হয়নি। সেই অডিয়োতে ‘হুমকি’ দিতে শোনা গিয়েছিল একটি পুরুষ কন্ঠস্বরকে। অভিযোগ, কন্ঠস্বরটি বিরূপাক্ষের। যদিও সেটি সাজানো অডিও বলে পাল্টা অভিযোগ এনেছেন বিরূপাক্ষ। বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিনিয়র আবাসিক চিকিৎসক হিসাবে পাঠানো হচ্ছে। মঙ্গলবার এই নির্দেশ কার্যকর করেছে স্বাস্থ্য দফতর।
আরজি কর কাণ্ডের পর আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। অভিযোগ, খুনের পর খুনের ঘটনাস্থলে ঢুকে পড়েছিলেন বহিরাগতেরা। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পুলিশের তরফে সেই ভিডিওর ব্যাখ্যাও দেওয়া হয়। কিন্তু পড়ুয়া চিকিৎসক ও অন্যান্য মহলের অভিযোগ, ঐ ভিডিওতে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা গিয়েছে। ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা বিরূপাক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁদের দাবি, এর আগে ২০২৩ সালে ১১ আগস্ট স্বাস্থ্য দফতর বিরূপাক্ষের বদলির নির্দেশ দিলেও অজানা কারণে তা কার্যকর হয়নি।