চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরের (Midnapore) মাঠে এবার Justice for RG Kar দাবি! অরবিন্দ স্টেডিয়ামে তিলোত্তমার সুবিচারের দাবি জার্সিতে নিয়ে প্রতিবাদ জানালো শহর তথা জেলার অত্যন্ত পরিচিত ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। বিজয় একাদশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের পর মাঠে এই অভিনব উপায়ে প্রতিবাদ ও সুবিচারের দাবি জানান মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের ফুটবলাররা।
শনিবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে ছিল মেদিনীপুর লিগের দ্বিতীয় ডিভিশনের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব ও বিজয় একাদশ। খেলার ১১ মিনিটে দুর্দান্ত একটি গোল করে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবকে এগিয়ে দেন সেখ মুস্তাকিন। গোলের পরেই মুস্তাকিন সহ গোটা দল ছুটে যায় রিজার্ভ বেঞ্চের দিকে। সাইড লাইনের ধারে তখন দাঁড়িয়ে ছিলেন দলের প্রধান কোচ সোমনাথ সাহা, ক্লাবের সেক্রেটারি সেখ আজহার উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি সেখ আরমান প্রমুখরা৷ সোমনাথ সাহা ক্লাবের একটি জার্সি দেন গোলদাতা মুস্তাকিনকে। তিনি সেই জার্সি পড়ে নেন। জার্সিতে লেখা ছিল Justice For R.G Kar দাবি। গোলের পর প্রথাগত উদযাপনের পরিবর্তে সেই জার্সি গায়ে মুস্তাকিনের সঙ্গে গোটা দল দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় আরজি করের নারকীয় ঘটনার।
পরিশেষে ম্যাচে ২-১ গোলে বিজয় একাদশকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সরাসরি লিগের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড। অভিনব প্রতিবাদ প্রসঙ্গে ক্লাবের সেক্রেটারি সেখ আজহারউদ্দিন ও ফাইন্যান্স সেক্রেটারি সেখ আরমান জানিয়েছেন, “ইতিমধ্যে কলকাতা থেকে শুরু করে সারা বাংলায় তিন প্রধানের সমর্থকরা বিভিন্ন ভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা আজ ভিন্নভাবে ফুটবল মাঠে প্রতিবাদ করতে চেয়েছিলাম।”
আরজি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ। সুবিচারের দাবিতে গোটা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। Justice for RG Kar দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছেন অভিনেতা, শিল্পী, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সাধারণ মানুষজন। কলকাতায় বাতিল হয়েছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল খেলা। তাও স্টেডিয়ামের সামনে লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে বিচারদের দাবিতে প্রতিবাদ করেছেন। সঙ্গী হয়েছেন মহামেডান সমর্থকরাও। তিলোত্তমা মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। তদন্ত ভার এখন সিবিআই এর হাতে। কিন্তু প্রতিবাদের বিরাম নেই। কলকাতা, মেদিনীপুর শহর থেকে মফঃস্বল, গ্রামের রাস্তা হোক বা খেলার মাঠ প্রতিবাদ সর্বত্র। অরিজিৎ সিং প্রতিবাদ জানিয়েছেন নিজের গানে। এবার প্রতিবাদের সাক্ষী থাকলো মেদিনীপুরের খেলার মাঠ।