Indian Railway:পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ করছে রেলওয়ে, পুরোটা জেনে নিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিপুল সংখ্যক নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railway) ইতিমধ্যেই ইন্ডিয়ান রেলওয়ের তরফে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরেই বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করা হবে। একেবারে ন্যূনতম যোগ্যতায় এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে রেলওয়ে দপ্তর। এবার একবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, কি শিক্ষাগত যোগ্যতায়, কারা আবেদন করতে পারবেন?

ভারতীয় রেলের তরফে যে নোটিশ জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, উত্তর রেলওয়ে (Northern Railway) ৪০৯৬ জন শিক্ষানবিশ বা ট্রেনি নিয়োগ করতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যোগ্যপ্রার্থীদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক বা যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানের দশম উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। তাছাড়া আইটিআইয়ের ডিপ্লোমা ডিগ্রী জমা দিতে হবে।

বয়স সীমা– আবেদনকারীদের ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ভুক্তরা আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

কিভাবে নিয়োগ করা হবে:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য কোনো লিখিত পরীক্ষা নেবে না। দশম শ্রেণী এবং ITI তে পাওয়া নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করা হবে। দুটি পরীক্ষা থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে এই মেরিট লিস্ট তৈরি করবে নিয়োগকারী বোর্ড। দশম শ্রেণী থেকে ৫০ শতাংশ এবং আইটিআই থেকে ৫০% নম্বর নিয়ে এই মেধা তালিকা তৈরি করবে রিক্রুটমেন্ট বোর্ড।

আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিক্যাল উত্তাল! দাদাগিরি, মেয়েদের অসম্মানের অভিযোগ তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে

আবেদনের সময়সীমা– ১৬ই আগস্ট ২০২৪ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে কোনো আবেদন পত্র রেল কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

কিভাবে আবেদন করবেন:

আবেদনকারীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrcnr.org এতে লগইন করলেই আবেদনের লিংক পাবেন।

সেখানেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থেকে শুরু করে বয়সের প্রমাণপত্র এবং জাতিগত শংসাপত্রের মতো প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

সবশেষে আবেদন মূল্য অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা জমা করতে হবে।
তবে সংরক্ষিত প্রার্থীদের কোনো টাকা দিতে হবে না।