পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR Against Mamata) দায়ের হল পুলিশে৷ একাধিক ধারায় তাঁর (Mamata Banerjee) বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে এই অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দল। অভিযোগের চিঠির কপি পেশ করা হয়েছে রাষ্ট্রপতি ভবন ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরেও।
বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলাদেশের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।”
এই মন্তব্যের প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দল। বৃহস্পতিবার দিল্লির পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে ঐ আইনজীবী অভিযোগ করেছেন, “দলের ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি জ্বলবে। এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। এই মন্তব্য বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে।” একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংবিধানিক পদে থেকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের মন্তব্য করেছেন সেই বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগপত্রে।