বাংলায় রেল (Indian Railways) যোগাযোগ ব্যবস্থাকে আরো সুসংহত এবং শক্তিশালী করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার গুরুত্বপূর্ণ অনুমোদন দিয়েছে। এনডিএ মন্ত্রিসভার বৈঠকে বাংলার ক্ষেত্রে তিনটি নতুন রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যাত্রী এবং পণ্য পরিবহনের পথ আরও সুদৃঢ় এবং সুগম হবে।
আরও পড়ুনঃ“পুরুষ পুলিশ বুকে ধাক্কা মারে!” গুরুতর অভিযোগ মিনাক্ষীর
বাংলার জন্য নতুন তিনটি রেল প্রকল্পের অনুমোদন দেওয়া প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘এর ফলে যেমন একদিকে যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে, তেমনি সার্বিকভাবে হাওড়া- মুম্বই এবং হাওড়া- দিল্লি করিডরকে আরো শক্তিশালী করে তোলা যাবে।’ পাশাপাশি রেলমন্ত্রী বৈষ্ণব বলেন, ‘তৃতীয় লাইনের ফলে কার্বন নিঃসরনের পরিমাণ কমবে। সেটা যদি সবুজায়নের নিরিখে বিবেচনা করা যায়, তাহলে তিন কোটি নতুন গাছ বসানো যাবে।’
এবার দেখে নেওয়া যাক, কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলায় কোন তিনটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে:
প্রথম রেল প্রকল্পটি হল- জামশেদপুর- পুরুলিয়া- আসানসোল (চান্ডিল- আনাড়া- দামোদর) তৃতীয় লাইনের প্রকল্প। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বর্ধমানে তৃতীয় লাইন তৈরির কাজ চলবে। আর ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় কাজ হবে। ১২১ কিলোমিটার লাইন তৈরি হবে। আনুমানিক খরচ ধরা হয়েছে ২১৭০ কোটি টাকা। ৪২ লক্ষ কর্ম দিবস তৈরি হবে। এক্ষেত্রে রেলমন্ত্রীর কথায়, ‘আপাতত জামশেদপুর- পুরুলিয়া- আসানসোল অংশে প্রথম এবং দ্বিতীয় লাইন ব্যবহার হচ্ছে। তৃতীয় লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাতে সমগ্র উত্তর-পূর্ব ভারত এবং ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের মতো রাজ্য লাভবান হবে।’
পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব জানান, ‘তৃতীয় লাইনের ফলে যাত্রীদের যেমন যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে, তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হতে চলেছে। যেহেতু দুর্গাপুর- আসানসোল- বার্নপুরে শিল্প হাব রয়েছে, তাই সহজে সেখান থেকে পণ্য নিয়ে আসা যাবে। এছাড়া পর্যটকরাও যথেষ্ট লাভবান হবেন। কারণ ওই অংশের মধ্যেই চুরুলিয়া, মাইথন ধাম এবং কল্যানেশ্বরী মন্দিরের মতো জায়গা রয়েছে।’
দ্বিতীয় প্রকল্পটি হল- বারগড়- নোয়াপাড়া নতুন লাইন প্রকল্প। ওড়িশার ধানের ভান্ডার হলো এই বারগড়। রেলমন্ত্রী জানান, ‘এই নতুন লাইন তৈরি হওয়ার পরে পশ্চিম এবং দক্ষিণ ভারতে সহজেই চাল পাঠানো সম্ভব হবে। এই প্রকল্পে বিনিয়োগ হবে ২৯২৬ কোটি টাকা।’
তৃতীয় রেল প্রকল্পটি হল- সরডেগা- ভালুমুডা ডাবল লাইন প্রকল্প। রেলমন্ত্রী জানান, ‘ওড়িশার সরডেগা এবং ছত্তিশগড়ের ভালুমুডার মধ্যে ৩৭ কিলোমিটার ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ১৩৬০ কোটি টাকা খরচ হবে। ২৫ লক্ষ কর্মদিবস তৈরি হবে। হাওড়া- মুম্বই করিডরের ক্ষেত্রে ঝারসুগুড়া থেকে বিলাসপুর সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেই সেকশনে এই নতুন প্রকল্প তৈরি হচ্ছে।