“নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগের রাতেই ৪ ছাত্র নিখোঁজ। তাদেরকে মমতা সরকারের পুলিশ আটক বা গ্রেপ্তার করেছে। তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মঙ্গলবারের নবান্ন অভিযানকে ঘিরে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। তার আগের রাতে হাওড়া স্টেশনে খাবার বিতরণের সময় ওই ৪ ছাত্র কর্মী নিখোঁজ বলে অভিযোগ করেন শুভেন্দু।
এবার বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়া পোস্টের পাল্টা জবাবে রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ওই ৪ ছাত্র নিখোঁজ নন। নির্দিষ্ট প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে ওই ৪ ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।’ পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ‘নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে, ওই ৪ ছাত্র নবান্ন অভিযানকে(Nabanna Abhijan) কেন্দ্র করে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। ওই অভিযানে খুন এবং খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ওই ৪ ছাত্র। সেই কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
রাজ্য পুলিশের(West Bengal Police) তরফে সমাজমাধ্যমের পোষ্টে আরো দাবি করা হয়েছে, ‘ওই ৪ ছাত্রের পরিবারকে গ্রেপ্তারের খবর জানিয়ে দেওয়া হয়েছে। তারা নিখোঁজ নন। নবান্ন অভিযানের(Nabanna Abhijan) দিন ব্যাপক হিংসা এবং ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল। অকাট্য তথ্য প্রমাণ এবং তার স্বপক্ষে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে পুলিশের কাছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এলাকায় এবং রাজ্যের শান্তিরক্ষার স্বার্থে ওই ৪ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।’ এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করছেন বলে জানা গিয়েছে। এবার ওই ৪ ছাত্রনেতা সম্পর্কে আসল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো রাজ্য পুলিশ।