আর জি কর ইস্যু(RG Kar Case) নিয়ে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ – খুনে প্রশ্ন উঠছে খাস কলকাতার নারী নিরাপত্তা নিয়ে। বিরোধী দলগুলি তো বটেই, গোটা রাজ্যের সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছেন। প্রতিবাদ শুরু হয়েছে বিদেশেও। এরইমধ্যে আর জি কর ইস্যুতে(RG Kar Case) বিক্ষোভ আরও তীব্র করার সিদ্ধান্ত নিল বামেরা (Left front)। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকে সিপিএম(CPM) নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে আর জি কর ইস্যুতে(RG Kar Case) রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো করা হবে, সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রশ্নেও লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। জানা গেছে, রাজ্য কমিটির বৈঠকে এই নিয়ে সুনির্দিষ্ট পলিকল্পনাও নেওয়া হয়েছে।
গত বেশ কিছুদিন ধরেই আর জি কর ইস্যুতে(RG Kar Case) উত্তাল হয়ে উঠেছে রাজ্য। সরকারি হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর মামলায় কলকাতা পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। কলকাতা হাইকোর্ট গোটা ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তারপরেও কর্মবিরতিতে অনড় আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে বামেদের আন্দোলন তীব্র করার ডাক রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, আর জি কর ইস্যুতে প্রথম দিন থেকেই লাগাতার আন্দোলনের পথ বেছে নিয়েছে সিপিএম। তরুণী চিকিৎসকের মৃত্যুর দিনও পুলিশকে তড়িঘড়ি দেহ নিয়ে যেতে বাধা দিয়েছিলেন ডি ওয়াই এফ আই নেতৃত্ব। এর মধ্যে আর জি কর হাসপাতালের মধ্যেই নতুন করে নির্মাণকাজ শুরু করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে। সেক্ষেত্রেও নির্মাণকাজে বাধা দিয়েছিল বাম যুব নেতৃত্ব। কয়েকদিন আগে আর জি করের ঘটনার কারণেই সিপিএম নেতৃত্ব তিনদিন ব্যাপী বৈঠক বাতিল করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই আন্দোলনকে আরও বৃহৎ আকারে করার ঘোষণা করল বাম নেতৃত্ব।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল কবে নামছে আইএসএল খেলতে? ডার্বি রয়েছে কবে?
এই প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘ যেভাবে একজন চিকিৎসককে সরকারি হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুন করা হল তাতে স্পষ্ট বাংলায় নারী নিরাপত্তা নিয়ে কিছু নেই।’ এখানেই শেষ নয়, সেলিম আরও বলেন, ‘পুলিশ থাকার পরেও আর জি করে ভাঙচুর চালানো হল। প্রমাণ লোপাটের চেষ্টা করা হল। আমরা চায় দোষীরা চরম শাস্তি পাক। সেকারনেই আর জি করের ঘটনার প্রতিবাদে এবং পুলিশের ব্যর্থতার প্রশ্নকে সামনে রেখে আমরা আন্দোলন আরও তীব্র করব।’
আরও পড়ুনঃ গাড়ি দুর্ঘটনার হাত থেকে স্বস্তি, 6 এয়ারব্যাগ সহ সেরা গাড়ি Citroen C3! দাম গরিবের মনের মতো
প্রসঙ্গত, ইতিমধ্যে আর জি করের ঘটনায় বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই। আগামী ২৭ তারিখ আর জি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।