আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে সারা দেশের আবালবৃদ্ধবণিতা পথে এসে নেমে প্রতিবাদ করছেন। যার ফলে রাজ্যের তৃণমূল সরকার যথেষ্ট ব্যাকফুটে। একের পর এক দেখা যাচ্ছে, বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুলের কোনো পড়ুয়াদের মিছিল বা কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারই মধ্যে ছাত্রছাত্রীরা মিছিল করায় হাওড়ায় একাধিক স্কুলকে শোকজ করলো জেলা স্কুল শিক্ষা দফতর।
দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুর জেলা ডিআই এর তরফে স্কুল চত্বরের বাইরে কোনো অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা যোগ দিতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়। পরে এক ধাপ এগিয়ে শুক্রবার স্কুল শিক্ষা কমিশনার বিজ্ঞপ্তি জারি করে জানান, স্কুল ক্যাম্পাসে Corporal Punishment যে নিষিদ্ধ সেটাও মাথায় রাখতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেউই পড়ুয়াদের শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবে না। পাশাপাশি স্কুল পড়ুয়াদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানো যাবে না।
এরপরেই দেখা গেল, হাওড়া জেলা স্কুল পরিদর্শকের নোটিশ পেয়েছে হাওড়ার তিনটি স্কুল। ওই তিনটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে নোটিশে জানতে চাওয়া হয়েছে, গত শুক্রবার স্কুলের সময়ে কেন শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা মিছিলে শামিল হয়েছিলেন?দাবি করা হয়েছে, কয়েকজন পড়ুয়াকে নাকি রীতিমতো ভয় দেখিয়ে মিছিলে হাঁটতে বাধ্য করা হয়। এতে শিশুদের অধিকার লঙ্ঘিত হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে উপযুক্ত কারণ জানাতে হবে। না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা স্কুল পরিদর্শক।
আরও পড়ুনঃ পকেটমানিতেই 5G Smartphone, দারুণ সুযোগ
হাওড়া জেলা স্কুল পরিদর্শকের তরফে যে তিনটি স্কুলের প্রধান শিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে সেই স্কুলগুলি হল- বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষী বালিকা বিদ্যালয়। শুক্রবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, স্কুলের পড়ুয়াদের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হওয়া কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করানো যাবে না। রাস্তা অবরোধ হোক বা মিছিল, কোথাও এরকম ঘটলে খুঁজে বের করে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। মুখ্য সচিব বিপি গোপালিকা জেলা শাসকদের সতর্ক করে দিয়েছেন। নবান্নের নির্দেশ অনুযায়ী, স্কুল শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা যোগদান করতে পারবেনা। স্কুলের বাইরে এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি জেলা প্রশাসনকে এই বিষয়ে খোঁজ রাখতে হবে।