Jio 5G Smartphone: বর্তমানে 4G নেটওয়ার্ক পার হয়ে 5G পরিষেবার অধীনে এসে গিয়েছে দেশের বহু সার্কেল। প্রায় অধিকাংশ জায়গাতেই এই মুহূর্তে 5G নেটওয়ার্কের পরিষেবা মিলছে। 5G নেটওয়ার্কের উপর গ্রাহকেরা আগ্রহী হলেও তা ব্যবহার করতে পারছেন না। তার মূল কারণ হলো, এখনো পর্যন্ত সস্তার মধ্যে Jio 5G Smartphone কোনো কোম্পানি লঞ্চ করেনি।
এই মুহূর্তে ফাইভজি স্মার্টফোন অধিকাংশ গ্রাহকের কাছেই নেই। বেশিরভাগ গ্রাহকেরাই ফোরজি স্মার্টফোন কিনছেন। নতুন ফোন কিনতে গেলেও ফোরজি স্মার্টফোনের দিকেই ঝুঁকছেন তারা। অথচ দেশের অন্যতম টেলিকম কোম্পানি Jio এবং Airtel 5G নেটওয়ার্কের পরিষেবা দিচ্ছে। তবুও গ্রাহকেরা ফাইভ জি নেটওয়ার্ক সেই ভাবে ব্যবহার করছেন না। জানা যাচ্ছে, ফোরজি স্মার্টফোনে ফোরজি নেটওয়ার্কের কোনো নির্দিষ্ট রিচার্জ প্ল্যান নিলে সেখানে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাচ্ছে। আর গ্রাহকেরা সেটাই করছেন।
কিন্তু ফাইভজি নেটওয়ার্ক আনলিমিটেড নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে হলে ৫জি স্মার্টফোনের প্রয়োজন। এবার সেখানে চলে আসছে দামের কথা। এখনো পর্যন্ত কমদামের মধ্যে ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে না বাজারে। তবে এবার সেই মুশকিল আসান করতে এসেছে Reliance Jio একেবারে কম দামে 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা। যতদূর পর্যন্ত জানা যাচ্ছে, ২৯ আগস্ট বাজারে ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে জিও।
আরও পড়ুনঃ ইতিহাস তৈরি হল মেদিনীপুর মেডিক্যালে, আন্দোলনের মাঝেও নতুন পদক্ষেপ
দামের দিকে লক্ষ্য করলে সূত্র মারফত যা জানা যাচ্ছে, Jio 5G Smartphone শুরু হতে পারে ৮ হাজার টাকা থেকে। টপ মডেলের দাম হতে পারে ১২ হাজার টাকা পর্যন্ত। সেক্ষেত্রে কমদামের ফাইভ জি স্মার্ট ফোনে 4GB RAM থাকতে পারে। আর টপ মডেলের স্মার্টফোনে 6GB RAM থাকতে পারে। পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 MAH ব্যাটারি, 13+2 Megapixel Rear Camera, সাড়ে ছয় ইঞ্চির HD ডিসপ্লে থাকছে। Jio 5G স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের নাম প্রগতি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, খুব শীঘ্রই খুব কম দামের মধ্যে জিওর পক্ষ থেকে এই ৫জি স্মার্টফোন বাজারে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।