হাতি রুখতে পশ্চিম মেদিনীপুর (Midnapore) জেলা প্রশাসনের তরফে নেওয়া হতে চলেছে একাধিক পদক্ষেপ। এবার থেকে হুলা টিমের সদস্যদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা, পরিধানে থাকবে বিশেষ পোষাক। এছাড়াও হাতি তাড়ানোর সময় স্থানীয় মানুষজন ভিড় করলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ আগস্ট ঝাড়গ্রামে হুলা বিদ্ধ হয়ে এক হাতির মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে হুলা পার্টির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়৷ ঐ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ঘটনার দিন হুলা টিমের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে হাতি তাড়ানোর ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর, খড়গপুর ও রূপনারায়ণ বনবিভাগের ডিএফও, অন্যান্য বন আধিকারিক, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং হুলাপার্টির সদস্যরা।
এইদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুলা পার্টির হাতি তাড়ানোর সময় ভিডিও ফুটেজ রাখতে সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। দেওয়া হবে বিশেষ পোষাক। বাঁকিয়ে রাখা হবে হুলার শলাকার মতো সামনের সূঁচালো অংশ। হুলা টিমের সঙ্গে স্থানীয় মানুষজনের উপস্থিতি নিষিদ্ধ করা হবে। এছাড়া হাতি তাড়ানোর সময় হুলা টিমের সঙ্গে স্থানীয় মানুষজন ভিড় করলে এফআইআর দায়ের করে পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠকের শেষে সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, ঝাড়গ্রামের মত মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্যই এই বৈঠক।