RG KAR: আর জি কর মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে, মঙ্গলবার শুনানি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আর জি কর হাসপাতালে (RG kar Hospital) তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। কয়েকদিন আগে খাস কলকাতার আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য তথা গোটা দেশ। বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সাধারণ মানুষ। রাজ্যে তো বটেই গোটা দেশেই চিকিৎসকরা কর্ম বিরতির ডাক দিয়েছেন। বিদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। সেই ঘটনাতেই এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সুপ্রিম কোর্ট। জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হবে এই মামলার।

আরও পড়ুনঃ ৫টি স্পেশাল মিষ্টি তৈরি করুন রাখীর দিন, কি ভাবে বানাবেন রইলো বিস্তারিত

সূত্রের খবর, আর জি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য তাতে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। সেই কারণেই তারা মামলাটি হাতে নিয়েছে। আগামী মঙ্গলবার চিকিৎসক খুনের পর রাজ্য এবং হাসপাতাল কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তদন্তের কতটা অগ্রগতি হয়েছে সেই নিয়েই সুপ্রিম কোর্টে শুনানি হবে। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোর দিতে পারে বলেও খবর।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সমগ্র রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকের টানা কর্মবিরতির ফলে ভোগান্তি বাড়ছে রোগীদের। এই ঘটনায় কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে আগেই গ্রেফতার করেছিল। এখন দেখার মঙ্গলবার দেশের শীর্ষ আদালত মামলাটি পর্যবেক্ষণের কী নির্দেশ দেয়।