RG Kar Case:সিপির পাশে দাঁড়ালেও সন্দীপ প্রসঙ্গে মুখে কুলুপ কুনালের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্যে। তিনি ওই পোস্টে আরজিকর কাণ্ডে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই কাস্টডিতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন। এবার তৃণমূল নেতা কুনাল ঘোষ রবিবার সকালে সুখেন্দু শেখর রায়ের ওই পোষ্টের বিপরীতে পাল্টা টুইট করলেন।

আরও পড়ুনঃ সময় লাগবে আরও কম! দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের কাজ জোর কদমে

আরজিকর কাণ্ডে সুখেন্দুশেখর এর দাবিকে সমর্থন জানালেও পুলিশ কমিশনার সংক্রান্ত দাবির বিরোধিতা করে কুনাল লিখেছেন, ‘দলের সিনিয়র লিডারের এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক।’ তবে আশ্চর্যজনকভাবে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিষয়ে কিছুই বলেননি কুনাল।

টুইট করে আরো লিখেছেন কুনাল, ‘আরজি কর মামলার বিচার দাবি করি। কিন্তু সিপি সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা করি। তথ্য পাওয়ার পর উনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি তার কাজ করছিল এবং তদন্ত একটি ইতিবাচক ফোকাসে ছিল।’

আরও পড়ুনঃ জমির মিউটেশন এবার ৩০ দিনে, পাট্টা পাবে ১ হাজারের বেশি পরিবার

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় আরজিকর কান্ড নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছেন। তার মতে, ‘আত্মহত্যার কথা কারা রটিয়ে দিয়েছিল? তিনদিন পরে কেন স্নিফার ডগ ঘটনাস্থলে আনা হল? সেমিনার হলের দেওয়াল কেন ভাঙ্গা হলো? তাই সিপি এবং প্রাক্তন প্রিন্সিপালকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করুক। কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড হয়েছে, কিভাবে তারা এতটা প্রভাবশালী সব জানা যাবে।