RG Kar Case: আরজিকর কাণ্ডে(RG Kar Case) তোলপাড় সারা দেশ। বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুনের আঁচ। সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ করতে পথে নেমেছেন। যথেষ্ট চাপে রয়েছে সরকার। দলের অন্দরেও উঠে গিয়েছে প্রতিবাদের ঝড়। এবার প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee) তলব করল লালবাজার।
রবিবার বিকালেই লালবাজারে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। তবে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে লকেট জানিয়েছেন, ‘তিনি এখনো সেরকম কোনো নোটিশ পাননি’। প্রসঙ্গত: লকেট চট্টোপাধ্যায় নির্যাতিতা তরুনীর নাম প্রকাশ্যে এনেছিলেন। সেই বিষয়েই তাকে লালবাজারে তলব করা হয়েছে কি না জানা যায়নি। সাধারণত আইন অনুযায়ী কোনো মহিলাকে ধর্ষণ বা যৌন নির্যাতন করা হলে সেই নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনা যায় না। এই বিষয়ে সুপ্রিমকোর্টের কড়া নির্দেশ রয়েছে।
তবে এই প্রসঙ্গে লকেট আবার বলেছেন, ‘হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যে কেঁদেকেটে নাটক করার সময় তার নাম প্রকাশ্যে এনেছিলেন সেটা কি পুলিশ শুনতে পায়নি? তাকে কি তলব করা হয়েছে? লকেটের কথায়, ‘প্রথমে নির্যাতিতার নাম প্রকাশ করেছিলাম। ভুল বুঝতে পেরে মুছে দিয়েছি।’ তবে পাশাপাশি এও জানিয়েছেন, এখনো পর্যন্ত লালবাজার(Lalbazar) থেকে কোনো চিঠি তিনি পাননি। এদিকে প্রকাশ্যে নির্যাতিতা তরুনীর নাম আনার জন্য দুই চিকিৎসককেও লালবাজারে তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ মালদা-দীঘা পুজো স্পেশাল ট্রেন,আপ-ডাউন টাইম টেবিল দেখুন
রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ প্রত্যেকের একটাই বক্তব্য, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। এই দাবিতে প্রতিবাদ আন্দোলনে উত্তাল সারা বাংলা সহ সারা দেশ। বিদেশের মাটিতেও আরজিকর কাণ্ডের(RG kar case) প্রতিবাদ চলছে। তৃণমূল দলের অন্দরেও একাধিক সাংসদ, জনপ্রতিনিধি প্রতিবাদ তুলতে শুরু করেছেন। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেপ্তারি দাবি করেছেন।