Malda Digha Special Train: পুজোর সময় উত্তরবঙ্গ সহ গৌড়বঙ্গের মানুষেরা খুব সহজেই সমুদ্র সৈকত নগরী দীঘায় ঘুরতে যেতে পারবেন। তাদের সেই সুযোগ সামনে এনে দিয়েছে ভারতীয় রেলওয়ে। মালদা- দীঘা স্পেশাল ট্রেন(Malda Digha Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল(Indian Railways)। দুর্গাপূজো(Durga Puja), কালীপুজো(Kali Puja) এবং ছট পুজোর সময় এই মালদা- দীঘা স্পেশাল ট্রেন(Malda Digha Special Train) চালানো হবে।
পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে একজোড়া মালদা- দীঘা- মালদা পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি শনিবার মালদা থেকে পুজো স্পেশাল ট্রেন ছাড়বে। আর প্রতি রবিবার দীঘা থেকে মালদার উদ্দেশ্যে পুজো স্পেশাল চালানো হবে। মালদা- দীঘা পুজো স্পেশাল ট্রেন আপ- ডাউন মিলিয়ে ১৮ টি ট্রিপ করবে।
এবার জেনে নেওয়া যাক, মালদা- দীঘা- মালদা পুজো স্পেশাল ট্রেন কখন কোথা থেকে ছেড়ে কখন কোথায় পৌঁছবে? প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে ০৩৪৬৫ মালদা থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়বে। পরদিন ভোর ৪টের সময় দীঘায় পৌঁছবে। ঠিক একইভাবে ০৩৪৬৬ দীঘা- মালদা স্পেশাল ট্রেন ভোর ৫টায় দীঘা থেকে ছেড়ে মালদায় পৌঁছবে সন্ধ্যা ৬টায়।
মালদা- দীঘা- মালদা পুজো স্পেশাল ট্রেন কোন কোন স্টেশনে হল্ট দেবে অর্থাৎ দাঁড়াবে? প্রান্তিক, রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাঁথি।
আরও পড়ুনঃ মেদিনীপুরে রাস্তা বন্ধ, কোন রাস্তায় যাবেন জেনে নিন
ইতিমধ্যেই মালদা- দীঘা- মালদা পুজো স্পেশাল ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। এবার একবার দেখা যাক, কোন কোন তারিখে এই পুজো স্পেশাল ট্রেন চলবে? অক্টোবর মাসের ৫, ১২, ১৯,২৬ এবং নভেম্বর মাসের ২,৯,১৬,২৩ এবং ৩০ ঠিক একইভাবে দীঘা- মালদা স্পেশাল অক্টোবরের ৬, ১৩, ২০, ২৭ আর নভেম্বরের ৩,১৭,২৪ এবং ১ ডিসেম্বর।