সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত (Sabarmati Express Accident) হল গভীর রাতে। ট্রেনের লাইনের উপর থাকা বোল্ডার জাতীয় কোনও বস্তুর সাথে ধাক্কায় সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত (Sabarmati Express Accident) হয় বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের অন্তত ২০টি কামরা বেলাইন হয়ে যায়। ট্রেনটিতে অন্ততঃ ১২০০ জন যাত্রী ছিলেন। যদিও রেলের তরফে হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে, বারাণসী থেকে আমদাবাদ যাচ্ছিল ট্রেনটি। রাত আড়াইটা নাগাদ ঝাঁসির দিকে যাওয়ার সময় উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে লাইনের উপরে থাকা বোল্ডার জাতীয় বস্তুতে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। রেলের আধিকারিকরা ট্রেনটি পর্যবেক্ষণ করেন। ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণে ঐ লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে কানপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, ট্রেন সহ বিকল্প ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। গত ১৮ জুন উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে পিছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয় মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। একের পর এক রেল দুর্ঘটনায় বারবার প্রকাশ্যে রেলের নিরাপত্তাজনিত সমস্যা! এই ক্রমবর্ধমান রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ রেলমন্ত্রক?