আরজিকর কান্ডের(RG Kar) প্রতিবাদে সারা দেশ উত্তাল। একের পর এক প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে। বিদেশের মাটিতেও দেখা গিয়েছে প্রতিবাদ। এবার এসইউসিআইয়ের(SUCI) ডাকে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছিল শুক্রবার।
শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পথ অবরোধ করতে শুরু করেন। বনধ সফল করতে মাঠে নেমে পড়েন এস ইউসিআইয়ের কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের(Midnapore) কালেক্টরেট চত্বরে দেখা যায় কর্মীরা সকালবেলায় রাস্তা অবরোধ শুরু করেন। যাত্রী নিয়ে বাস এগোতে গেলেই সেই বাস বন্ধ করে দিয়ে ড্রাইভার এর কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়। পুলিশ(Police) মোতায়েন ছিল। ফলে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় এসইউসিআই কর্মীদের ধস্তাধস্তি।
এসইউসিআই আরজি করে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টা বনধের ডাক দেয়। পুলিশের তরফেও এই বনধ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়। পশ্চিম মেদিনীপুরের(Midnapore )কালেক্টরেট চত্বরে যখনই এসইউসিআই কর্মীরা বিক্ষোভ শুরু করে তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পশ্চিম মেদিনীপুর(Midnapore ) টাউন থানার অফিসার এতে আহত হয়েছেন। তার সঙ্গে কিছু পুলিশ কর্মীও আহত হন। এসইউসিআই এর কিছু কর্মীও জখম হন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ নিত্য যন্ত্রণার অবসান কবে? তাঁতিগেড়িয়া নিয়ে অসহায় মেদিনীপুরবাসী
পশ্চিম মেদিনীপুরের(Midnapore )বেলদাতেও পুলিশের সঙ্গে বনধ সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন। পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতেই এসইউসিআই কর্মী সমর্থকদের সঙ্গে বেলদাতেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর জি কর কান্ডের প্রতিবাদে এসইউসিআই কর্মী সমর্থকদের এদিন একেবারে লড়াকু মেজাজে ময়দানে নামতে দেখা যায়।