স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর হাসপাতালে (RG Kar) ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আরজি করে (RG Kar) হামলার প্রেক্ষিতে সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছে কলকাতা পুলিশ। পোস্টে পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুষ্কৃতিদের মধ্যে পাঁচজনকে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার মধ্যরাতে আরজি করে হামলা এবং ভাঙচুর চালানো হয়। তিনটি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে। আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সমাজমাধ্যমের পাতায় ঐ রাতের ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করে লাল গোল দাগে দুষ্কৃতিদের চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার ফের সমাজমাধ্যমে পোস্ট করে গ্রেপ্তারির খবর জানালো কলকাতা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুষ্কৃতিদের ছবি সহ পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, “পরশু রাতে আর.জি. কর হাসপাতালে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছি আমরা, যাদের মধ্যে পাঁচজনকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন আপনারা। বাকি হামলাকারীদের খোঁজও আমরা খুব দ্রুতই পাব বলে আমাদের বিশ্বাস। আরও একবার অনুরোধ, গতকালের পোস্ট থেকে আর কাউকে শনাক্ত করতে পারলে অনুগ্রহ করে জানান। পাশে থাকার জন্য, ভরসা রাখার জন্য ধন্যবাদ।” সেই সঙ্গে ইংরাজিতে লেখা হয়েছে, “We have made 19 arrests so far in relation to the vandalism at R.G. Kar Hospital on Wednesday night. Of the 19, five were identified by you from our social media posts. We assure we will arrest the remaining suspects very shortly too. Once again, if you recognise any of the suspects from our earlier posts, kindly inform us. Thank you for your support, and your trust.”