একের পর এক সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। এর আগেও পশ্চিমবঙ্গের প্রযুক্তিবিদ্যার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি (Kharagpur IIT) নিজেদের শিক্ষা পদ্ধতি, শিক্ষক- শিক্ষার্থীদের দক্ষতা, উন্নত মানের গবেষণা এবং সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মানের বিচারে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকায় উঠে এসেছে। এবার NIRF Ranking-এ খড়গপুর আইআইটি আরো একধাপ এগিয়ে এসেছে। পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গের আরেকটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সোমবার ১২ই আগস্ট দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হয়। আর সেখানেই গত বছরের তুলনায় এবার একধাপ র্যাঙ্কিংয়ে উঠে এসেছে আইআইটি খড়গপুর। NIRF র্যাঙ্কিংয়ে ২০২৩ সালে আইআইটি খড়গপুর সপ্তম স্থানে ছিল। এবার ২০২৪ সালে NIRF র্যাঙ্কিংয়ে খড়্গপুর আইআইটি ষষ্ঠ স্থান ছিনিয়ে নিয়েছে।
NIRF 2024 (National Institutional Ranking Framework 2024) অনুযায়ী শিক্ষার গুণগতমান, উন্নত মানের গবেষণা, শিক্ষক- শিক্ষার্থীদের কর্মকুশলতা, সার্বিকভাবে শিক্ষা পদ্ধতির বিচারে দেশের সেরা প্রতিষ্ঠানের জায়গায় ষষ্ঠ স্থানে এলো IIT Kharagpur এখনো দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে মাদ্রাজ আইআইটি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও খড়গপুর আইআইটি দেশের সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে।
তবে ইঞ্জিনিয়ারিং এর সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখনো সেরার তকমা রয়েছে মাদ্রাজ আইআইটির। এবার সেই তালিকায় জায়গা করলো খড়গপুর আইআইটি। এছাড়া রয়েছে দিল্লি আইআইটি, কানপুর আইআইটি, বম্বে আইআইটি। NIRF র্যাঙ্কিংয়ের এই তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গেল, মাদ্রাজ আইআইটি সেরা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে। খড়্গপুর আইআইটি গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে ICSC বেঙ্গালুরু, দিল্লী IIT, কানপুর IIT, বম্বে IIT শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক গুণগত মানের উপর বিচার করেই এই তালিকা তৈরি হয়ে থাকে।