মধ্যরাতে আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাণ্ডবের ঘটনায় দুষ্কৃতিদের ছবি প্রকাশ করলো কলকাতা পুলিশ। আরজি কর (RG Kar) হাসপাতালের একাধিক ছবি প্রকাশ করে সমাজমাধ্যমে ‘সন্ধান চাই’ বলে পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে বুধবার রাতের অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে দেওয়া পোস্টের ছবিগুলিতে লাল গোল দাগে চিহ্নিত করা হয়েছে একাধিকজনকে। সেই সঙ্গে পোস্টে লেখা হয়েছে, “সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’ নীচে ইংরাজিতেও একই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।
বুধবার রাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। আরজি কর হাসপাতালের সামনে চলছিল প্রতিবাদ৷ তারই মাঝে হঠাৎই একদল দুষ্কৃতি পুলিশি ব্যারিকেড টপকে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুম তছনছ করা হয়। আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ, পুলিশে গাড়ি বাইক ভাঙচুর করা হয়। হামলা হয় পুলিশের উপর। ইঁটের আঘাতে রক্তাক্ত হন একাধিক পুলিশকর্মী। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷