WB Government Project: পশ্চিমবঙ্গের মানুষের জন্য বহু সরকারি সামাজিক প্রকল্প(WB Government Project) রচনা করে বাস্তবায়িত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যে সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হচ্ছেন। তাতে এক বাক্যে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের নাম নেওয়া যেতে পারে। যার মাধ্যমে বাংলার মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারছেন।
একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে ফের ক্ষমতায় ফিরলে তিনি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন। আর তারপরেই কেল্লাফতে.. একেবারে ওই প্রকল্পের ঘোষনা করেই একুশের নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয়ে গেল রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
যদিও এর আগে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প করেছেন। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল এবং ওবিসি শ্রেণীভুক্ত মহিলারা ১০০০ টাকা করে পাচ্ছেন। আর তফসিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত মহিলার ১২০০ টাকা করে পাচ্ছেন। ফলে আর যাই হোক, অন্তত হাতে মাসের শেষে কিছু টাকা আসছে, সেটাই যথেষ্ট। সেই দিকে লক্ষ্য রেখে তারাও আনন্দে মেতে উঠেছেন। এবার আবার এই শ্রেণীর মানুষদের জন্য একটি নতুন সরকারি সামাজিক প্রকল্প( WB Government Project) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকারের(WB Government) তরফে এই প্রকল্পের(WB Government Project) জন্য ৭০০ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মানুষেরা এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন। পাশাপাশি ৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকার সাহায্য পাবেন তারা। শুধু তাই নয়, এককালীন কো-অপারেটিভ থেকে নেওয়া ব্যাংক ঋণের ক্ষেত্রে মুক্তি মিলবে। এই প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন রাজ্যের তাঁত শিল্পী এবং তন্তুজীবী ব্যবসায়ীদের জন্য। যার ফলে তারা তাঁত শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তাঁত শিল্পীদের জন্যই নতুন প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে তাঁতঘর মেরামতের জন্য তারা ৫ হাজার টাকা এককালীন সাহায্য পাবেন। এছাড়াও তাঁত শিল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হলে ১০ হাজার টাকার সাহায্য পাবেন তারা। তাঁত শিল্পের সুতো কেনার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কোনো তাঁত শিল্পী যদি ৬০ বছর বয়সের আগে মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে।
এবার জেনে নেওয়া যাক, এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন:
আরও পড়ুনঃ মাসে মাত্র ১৭ হাজার টাকা খরচ করেই চার চাকা! দারুণ অফার
তাঁতশিল্পীরা নিজেদের স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে অফলাইনেও ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন। তাছাড়া অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে গিয়েও এই সংক্রান্ত ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে BDO অফিসে জমা দিতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার সময়– প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলস এবং তাঁত শিল্পী হিসেবে পরিচয় পত্র জমা দিতে হবে।
https://www.facebook.com/share/v/WQcap4N6ouuLVssH/?mibextid=qi2Omg