বাংলাদেশে (Bangladesh) শিক্ষার্থীদের কোটা আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। বাধ্য হয়ে দেশ ছাড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।এখন তিনি ভারতে। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বে বাংলাদেশে (Bangladesh) তৈরী হয়েছে অন্তবর্তীকালীন সরকার। যাদের দায়িত্ব বাংলাদেশ জুড়ে চলা অরাজকতার নিষ্পত্তি ঘটিয়ে দেশকে নতুন দিশা দেখানো। তারা দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তা বলবে সময়।
আরও পড়ুনঃ নোবেলজয়ী ইউনূস বাংলাদেশের প্রধান, শান্তি ফিরবে কবে?
কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ ত্যাগের পরেও বাংলাদেশ জুড়ে চলছে চরম অরাজকতা। দাউদাউ করে জ্বলছে ঘরবাড়ি, প্রতিদিন প্রাণহানির খবর আসছেই।
এইমত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে উপলব্ধি শুরু হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রয়োজনীয়তা। তাই বলা চলে হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশে শুরু নতুন আন্দোলন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করতে দেখা যায় বেশকিছু মানুষকে। আবার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় বিক্ষোভ ও মিছিল করতে দেখা যায় বাংলাদেশের বেশকিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের। তবে বিরোধীপক্ষর দাবি এনারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক।
আরও পড়ুনঃ বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং কয়েকটি প্রশ্ন
অন্য দিকে, নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
তবে পরবর্তী পরিস্থিতি যাই হোকনা কেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জুড়ে ক্রমাগত বেড়ে চলা সন্ত্রাস নিয়ে দেশের জনগণকে নতুন করে ভাবতে বাধ্য করছে।