হাতে টাকা কম, অথচ ঘুরতে যাবেন ভাবছেন। প্রথমেই যে জায়গার নাম মনে আসে, তা হল পূর্ব মেদিনীপুরের (Midnapore) সমুদ্র সৈকত দীঘা (Digha) অল্প কয়েক দিনের ছুটি হোক বা লম্বা ছুটি, বাজেট নিয়ে ভাবতে হয় না। খুব সহজেই চট করে পৌঁছে যেতে পারেন পশ্চিম বাংলার এই সমুদ্র সৈকত দীঘায় (digha)। দীঘার কোনো সিজন বলে কিছু নেই। শীত,গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুতেই দীঘা বেড়াতে যেতে চান বহু পর্যটক। আর সেই দিকে লক্ষ্য রেখে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে এবার।
দীঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদ এবং জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, দীঘায় যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন তারা যাতে অযথা হয়রানির সম্মুখীন না হন সেই দিকে লক্ষ্য রেখে জেলা প্রশাসন ১ আগস্ট থেকে বেশ কিছু নিয়মের বদল করেছে। দীঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমনি সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকদের বেশ কিছু বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
ইতিমধ্যেই দীঘা, তাজপুর, শংকরপুর সহ বহু জায়গায় মধুচক্রের খোঁজ মিলেছে। একাধিক ব্যক্তিকে এই অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তার উপরে সম্প্রতি জঙ্গি গ্রেপ্তার হওয়ার কারণে জেলা প্রশাসন বাড়তি সতর্কতার দিকে নজর দিয়েছে। যাতে পর্যটকেরা কোনোরকম হয়রানি বা সমস্যার সম্মুখীন না হন। সেই জন্য ১ আগস্ট থেকে বদল আনা হয়েছে দীঘার বেশ কিছু নিয়ম কানুনের।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিক্যালে ডাক্তারদের কর্মবিরতি, ফাঁসি চাইলেন মুখ্যমন্ত্রী
দীঘায় পর্যটকদের সমস্ত তথ্য হোটেলের মাধ্যমে জেলা প্রশাসন এবং দীঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে নথিভুক্ত থাকার জন্য এর আগে ‘অতিথি’ পোর্টাল চালু করা হয়েছিল। এবার ১ আগস্ট থেকে সেই পোর্টালের বদল করে ‘স্বাগত’ পোর্টাল চালু করা হয়েছে। এই প্রসঙ্গে মহকুমা শাসক এবং উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানান, দীঘায় ঘুরতে আসবেন যে পর্যটকরা ‘স্বাগত’ পোর্টালের মাধ্যমে তার সমস্ত তথ্য নথিভুক্ত হয়ে যাবে।
পাশাপাশি পর্যটকরা এখানে এলে কি কি পরিষেবা মিলবে, কোন হোটেলে কত রুম রয়েছে, কোথায় কোথায় গেলে দর্শনীয় স্থান রয়েছে, বেড়াতে যাওয়ার সমস্ত খুঁটিনাটি মিলবে এই স্বাগত পোর্টালে। তার সঙ্গে যেহেতু পর্যটকদের সমস্ত তথ্য নথিভুক্ত হয়ে যাবে এই স্বাগত পোর্টালে। তাই কেউ কোনো অপরাধমূলক কাজ করে থাকলে পুলিশের তরফে তার সম্বন্ধে বিস্তারিত খুঁজে বের করাও সহজ হবে।