পশ্চিম মেদিনীপুরের (Midnapore) দাঁতনে রেল অবরোধ! আটকে গেল এক্সপ্রেস ট্রেন৷ তারই জেরে মেদিনীপুরের (Midnapore) দাঁতন স্টেশনে তৈরি হল চরম বিশৃঙ্খলা। দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া সহ একাধিক দাবি জানান আন্দোলনকারীরা। পরে রেল পুলিশ ও স্টেশনের ম্যানেজারের আশ্বাসের পরে উঠে যায় অবরোধ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন রেলের ম্যাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকেই অন্য রাজ্যে প্রবেশ করছে পশ্চিমবঙ্গ থেকে ছাড়া ট্রেনগুলি। ওড়িশা সহ দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন এই দাঁতন হয়েই যায়৷ অনেক গুরুত্বপূর্ণ ট্রেন এখানে স্টপেজও দেয়। শনিবার দুপুরে দাঁতন ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদ যৌথ ভাবে দাঁতন স্টেশন রেল রোকো আন্দোলন শুরু করে। দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া সহ একাধিক দাবি জানান আন্দোলনকারীরা।
আন্দোলনের জেরে দাঁতন স্টেশনে আটকে পড়ে ১৮০৪৬ হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস। রেল পুলিশ অবরোধ সরাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয়। লাইনের উপর শুয়ে পড়েন আন্দোলনকারীরা। অবশেষে রেল পুলিশ ও স্টেশন ম্যানেজারের আশ্বাসের পরে উঠে যায় অবরোধ। প্রায় ২০ মিনিট আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস।