Kharagpur Division: যাত্রা শুরু করেছিল মুম্বইয়ের উদ্দেশ্যে শালিমার- লোকমান্য তিলক এক্সপ্রেস। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুক্রবার রাত্রি বেলার দিকে হঠাৎ খড়গপুর ডিভিশনে(Kharagpur Division) খবর যায়, শালিমার- এলটিটি এক্সপ্রেস এর যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে। ফলে দক্ষিণ- পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে(Kharagpur Division) এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে শালিমার- এলটিটি এক্সপ্রেসকে খড়গপুর ডিভিশনের(Kharagpur Division) খেমাশুলি স্টেশনে(Khemasuli Station) দাঁড় করিয়ে দেওয়া হয়।
যথেষ্ট তৎপরতার সঙ্গে দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের (South Eastern Rail Division) আধিকারিকরা গুরুত্ব দিয়ে বিষয়টির সমাধান করার চেষ্টা করেন। কারণ ইতিমধ্যেই একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। ফলে যাত্রী সুরক্ষার দিকে প্রথমে নজর দেওয়ার জন্য দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে শালিমার- লোকমান্য তিলক এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
জানা যায়, Shalimar-LTT Express এর B 1 কামরার বাফার জোনে কোনো একটি সমস্যা তৈরি হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ারদের একটি স্পেশাল টিম খেমাশুলি স্টেশনে পৌঁছে যান। প্রায় আধ ঘন্টার চেষ্টায় সমস্ত যান্ত্রিক গোলযোগের সমাধান করে ফেলেন তারা। এর ফলে প্রায় ২ ঘন্টা দেরি হয়ে যায় শালিমার- এলটিটি এক্সপ্রেস এর।
আরও পড়ুনঃ রেলের প্রিমিয়াম তৎকাল টিকিট কাটছেন? পাওয়ার সম্ভাবনা কতটা?
এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের ADRM মনীষা গোয়েল জানান, সন্ধ্যা নাগাদ খড়গপুর ডিভিশনে খবর আসে মুম্বইগামী শালিমার- লোকমান্য তিলক এক্সপ্রেসে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে। তখনই যথেষ্ট তৎপরতার সঙ্গে খেমাশুলি স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। তারপর খড়গপুর ডিভিশনের স্পেশাল টিম পাঠানো হয়। আধঘন্টাতে এই সমস্ত গোলযোগের সমাধান হয়ে যায়। এক্ষেত্রে প্রথমেই রেলের তরফে নজর দেওয়া হয় যাত্রী সুরক্ষার দিকে। তবে নিরাপদেই সমস্ত যাত্রী আবার মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাত ন’টা নাগাদ খেমাশুলি স্টেশন থেকে শালিমার- এলটিটি এক্সপ্রেস ছেড়ে যায়। তবে কি কারণে ওই যান্ত্রিক গোলযোগ তা জানার জন্য ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।