স্বপ্নীল মজুমদার: বিশ্ব আদিবাসী দিবসের সরকারি আমন্ত্রণপত্রে নাম নেই ঝাড়গ্রামের(Jhargram)তৃণমূল সাংসদ কালীপদ সরেনে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামে(Jhargram)পৌঁছে রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে(Jhargram Rajbari Tourist Complex)অবস্থান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে(Jhargram Stadium) রাজ্যস্তরের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানের সরকারি আমন্ত্রণপত্রে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও গৌরবময় উপস্থিতির তালিকায় দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা এবং জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডির নাম রয়েছে। কেন সাংসদের নাম নেই? জবাব মেলনি প্রশাসনের কাছে। সূত্রের খবর, জেলা নেতৃত্বের একাংশ কালীপদকে অপছন্দ করেন। সেই অঙ্কেই কি নাম বাদ পড়েছে বিপুল ভোটে জেতা তৃণমূল সাংসদের? উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ টিকিট কাটতে খুচরোর সমস্যা! কাউন্টারে ট্রেনের টিকিট এবার খুব সহজে
আগামীকাল ঝাড়গ্রামের সরকারি মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী সড়কপথে এসেছেন। শুক্রবার অনুষ্ঠান সেরে কপ্টারে ফিরে যাবেন তিনি।