Mahindra XUV 500: আপনিও কি আপনার পরিবারের জন্য একটি শক্তিশালী XUV গাড়ি কেনার পরিকল্পনা করে ফেলেছেন! শুধুমাত্র বাজেটের জন্য একটু একটু করে পিছিয়ে আসছেন! তাহলে আর চিন্তা নেই। দুর্ধর্ষ কোয়ালিটির চার চাকাটা আপনার জন্যই আনতে চলেছে মাহিন্দ্রা। খুশিতে ডগমগ হয়ে যাবেন ফিচার দেখলে। Mahindra-এর সবচেয়ে শক্তিশালী এই গাড়ির নাম হবে Mahindra XUV 500। এর অত্যাধুনিক ফিচার সহ ইতিহাস সৃষ্টি করবে গাড়িটি।
কী কী অত্যাধুনিক ফিচার পাবেন গাড়িটিতে?
হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস এবং টাটা সাফারির মতো গাড়িগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে আসা এই গাড়িটি একাধিক অত্যাধুনিক ফিচারে ঘিরে থাকবে।
1) নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রিমিয়াম এবং আরামদায়ক কেবিন থাকবে গাড়ির ভিতরে।
2) লেদারের ইন্টেরিয়র সামগ্রী, প্যানোরামিক সানরুফ এবং একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও যুক্ত করা হতে পারে।
3) গাড়িটিতর এয়ার কন্ডিশনার ভেন্টস্, সিট বেল্ট-এর পাশাপাশি ডিজিটাল ক্লাস্টারের মতো এডভান্স ফিচারও দেওয়া হতে পারে।
4) নিরাপত্তার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার হবে গাড়িটির। কারণ এর 6 এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন (EBD) এবং 360 ডিগ্রি ক্যামেরা চালককে রাস্তার সমস্ত আপডেট হাতের সামনে হাজির করে দেবে।
গাড়িটির ইঞ্জিন ও পারফম্যান্স ঠিক কতটা শক্তিশালী হবে?
জানা গিয়েছে, এই নতুন চার চাকা গাড়িটিকে শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে দীর্ঘ মাইলেজ দিতে সক্ষম করে তোলা হতে পারে।
1) এই গাড়িতে 2189CC ইঞ্জিন ক্ষমতায় 4টি সিলিন্ডার ব্যবহার করেছে কোম্পানি।
2) এই বিরাট ক্ষমতায় 152.87bhp শক্তি ও 360nm টর্ক উৎপাদন করতে সক্ষম হবে গাড়িটি।
3) এর ধামাকেদার ইঞ্জিন নিয়ে প্রতি ঘণ্টায় এটি সর্বোচ্চ 185 কিমি বেগে ছুটতে পারবে।
4) প্রতি লিটার পেট্রোলে 15 কিলোমিটার পর্যন্ত মাইলেজও দেবে মাহিন্দ্রার স্বর্গীয় সুন্দর এই গাড়ি।
Mahindra XUV 500 গাড়িটির দাম খুব বেশি হবে না তো?
আরও পড়ুনঃ New Maruti Suzuki Swift: জ্বালানী কম, চলবে বেশি! বাজারে এল নতুন গাড়ি
ভিন্ন ভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট অনুযায়ী, ভিন্ন ভিন্ন দামে ধুম মাচাবে এই গাড়ি। মধ্যবিত্তের পকেটের দিকে তাকিয়েই দাম বিবেচনা করা হবে। তাই চিন্তার কারণ নেই। দাম খুব বেশি লাগলেও এটি কেনার সময় সহজ কিস্তির অপশান পেয়ে যাবেন। আর দেখুন, এই SUV গাড়িটির দাম রাখা হতে পারে 12 লাখ টাকা থেকে 20.07 লাখ টাকার মধ্যে।