প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL ইতিমধ্যেই BSNL এর পক্ষ থেকে 4G নেটওয়ার্ক লঞ্চ করা হয়েছে। যার ফলে এই পরিষেবা গ্রাহকরা পেতে শুরু করেছেন। দেশজুড়ে সুপারফাস্ট ৪জি নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়েছে বিএসএনএল। পাশাপাশি 5G নেটওয়ার্ক খুব শীঘ্রই চালু করার ক্ষেত্রেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
BSNL ইউজাররা ইতিমধ্যেই মনে করলে ফাইভ-জি রেডি সিম কার্ড নিতে পারেন। বিএসএনএল এর পক্ষ থেকে এই পরিষেবা দেওয়া শুরু হচ্ছে। আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে ইতিমধ্যেই বিএসএনএল ১৫ হাজারের বেশি ফোরজি সাইট তৈরি করে ফেলেছে। দেশ জুড়ে এই সাইটগুলি বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা বিরামহীন ভাবে চালিয়ে যাবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেই BSNL এর 4G Network পরিষেবা ইনস্টলেশন করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যে দেশব্যাপী বিএসএনএল এর ফোরজি পরিষেবা চালু করার জন্য সময়সূচী ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি খুব শীঘ্রই বিএসএনএল 5G পরিষেবা চালু করবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্রায় ৮০ হাজার টাওয়ার ইন্সটল করে ফেলা হবে। মোট ১ লক্ষ টাওয়ার স্থাপন করার মধ্যে দিয়ে BSNL হাই স্পিড ডাউনলোড সিস্টেম এবং উন্নত টেলিভিশন স্ট্রিমিং প্রদান করতে পারবে গ্রাহকদের।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএলের ফাইভ-জি নেটওয়ার্ক এর মাধ্যমে একটি ভিডিও কল করে দেখিয়েছেন। BSNL 5G SIM Card গ্রাহকদের অফার করা শুরু করেছে। চলতি বছরের বাজেটে বিএসএনএলের প্রযুক্তিগত সিস্টেম আপডেট এবং পরিকাঠামোগত সংস্কারের জন্য ৮৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। যার ফলে দেশজুড়ে বেসরকারি টেলিকম কোম্পানিগুলোকে অনেকটাই পিছিয়ে দিয়ে এগিয়ে যাবে বিএসএনএল।