মেদিনীপুরে (Midnapore) হাতির পায়ে তছনছ হল ধানের জমি! পরিদর্শনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বন দফতরের কর্মীরা। মেদিনীপুর (Midnapore) সদরের পলাশিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতর জঙ্গল থেকে হাতির দলকে তাড়িয়ে লোকালয়ের দিকে এনেছে। এই বিষয়ে তাদের সতর্ক করা হয়নি বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের মনিদহ গ্রাম পঞ্চায়েতের পলাশিয়া, এনায়েতপুর, ভ্রমরমারা, ডুমুরকোঠা এলাকায় প্রায় ৫০টি হাতির একটি দল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। নেমে পড়ে ধানের জমিতে। তাদের পায়ের চাপে তছনছ হয়ে যায় সদ্য রোয়া ধানের জমি। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত চলে এই তান্ডব। বিঘার পর বিঘা জমির রোয়া ধান নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সরকারি ক্ষতিপূরণ দেওয়ার জন্য মঙ্গলবার ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে আসেন গুড়গুড়িপাল বিটের আধিকারিক ও বনকর্মীরা। সেই সময়ে পলাশিয়া গ্রামে কৃষকদের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। জঙ্গল থেকে হাতি তাড়িয়ে কৃষি জমিতে নামানো হয়েছিল বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের আরও অভিযোগ, আগে ক্ষতিপূরণ দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতির পরিমাণ হিসাব করাই হয়নি।
অন্যদিকে চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস জানিয়েছেন, “হাতির পাল না সরালে আরও বেশি ক্ষতি হতো। প্রত্যেক কমিটিকেই জানানো হয়। এক্ষেত্রে কেন জানানো হয়নি তা খোঁজ নেওয়া হবে। ক্ষতিপূরণও সবাই পেয়ে যায়। যদি কেউ না পেয়ে থাকেন অফিসে যোগাযোগ করলে বিষয়টি দেখা হবে।”
চলতি বছরে বর্ষার শুরুতে বিশেষ বৃষ্টিপাত হয়নি। জলের অভাবে পিছিয়ে গিয়েছে রোয়ার কাজ। সম্প্রতি জমিগুলিতে রোয়ার কাজ সম্পন্ন হয়েছে। এখন হাতির পালের তান্ডবে বহু বিঘা জমির রোপন করা ধান নষ্ট হয়ে গিয়েছে। কৃষকদের বক্তব্য, এখন নতুন ভাবে বীজতলা করে ধান রোপন সম্ভব নয়। বন দফতরের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে৷