মেদিনীপুরের (Midnapore) ছেলে ফুটবল পায়ে মাতাচ্ছে দেশের মাঠ! পশ্চিম মেদিনীপুরের (Midnapore) শালবনির (Salboni) ঠাকুরদাস হাঁসদা সুযোগ পেয়েছে রাজ্যের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে। বর্তমানে জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় বি সি রায় ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করছে মেদিনীপুরের (Midnapore) ঠাকুরদাস।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির গাইঘাটা গ্রামের ছেলে ঠাকুরদাস হাঁসদা। খসলা ইন্দুমতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ঠাকুরদাসের মাঠের জগতে প্রবেশ বাবা হপন হাঁসদার হাত ধরে। এক সময় অ্যাথলেটিক্স ও ফুটবল উভয় মাঠেই খেলেছেন হপন। ফুটবলে জেলার হয়ে প্রতিনিধিত্বও করেছেন। ঠাকুরদাসের খেলাধূলায় প্রাথমিক শুরু বাবার হাত ধরে হলেও পরে শালবনিতে এমপ্লয়ি স্পোর্টস ক্লাব অফ বেঙ্গলের শিবিরে প্রশিক্ষণ নেওয়া শুরু করে সে৷ তারপরেই তার উত্তরণ। ঠাকুরদাসের খেলা কর্মকর্তাদের পছন্দ হওয়ায় ব্যারাকপুর স্পোর্টস অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পায় সে। মানস রায়ের কাছে বছর দুই অনুশীলনের পর খড়দহে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শুরু হয় তার। আপাতত খড়দহেই অনুশীলন করে ঠাকুরদাস।
অনূর্ধ্ব-১৫ আইলিগে চলতি বছরে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির হয়ে খেলেছে ঠাকুরদাস। এরপরেই রাজ্যের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পায় সে। বি সি রায় ট্রফি খেলতে এখন বাংলা দলের সঙ্গে ছত্তিসগড়ে রয়েছে মেদিনীপুরের ছেলেটি। নারাইনপুরের রামকৃষ্ণ মিশনের মাঠে সম্প্রতি তামিলনাড়ুকে ৬-২ গোলে হারিয়েছে বাংলা দল। সেই দলে ছিল ঠাকুরদাসও। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে স্টপার পজিশনে খেললেও রাজ্য দলে সাইড ব্যাক হিসাবে খেলেছে সে। যদিও গোলকিপার ছাড়া সমস্ত জায়গায় খেলার দক্ষতা রয়েছে তার। ঠাকুরদাসের সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়ামহল।