ইদানিংকালে পর পর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও ভারতীয় রেলের(Indian Railways) তরফে নতুন একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যদিও আগের তুলনায় কেন্দ্রীয় সরকারের তরফে যে পরিসংখ্যান দেখানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, রেল দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। এমনটাই সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার ভারতীয় রেলওয়ে(Indian Railways) নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে। যার ফলে যাত্রীরা এক স্টেশন থেকে তার গন্তব্যে পৌঁছতে ১ ঘন্টা থেকে প্রায় ৪ ঘন্টা পর্যন্ত কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন।
ভারতীয় রেলের (Indian Railways) এই মুহূর্তে সবচেয়ে অত্যাধুনিক এবং হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এই বন্দে ভারত এক্সপ্রেস এর সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার। কিন্তু সম্প্রতি রেলওয়ে ঘোষণা করেছে তার গতিবেগ বৃদ্ধি করে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার করা হচ্ছে। শুধু যে বন্দে ভারতের স্পিড বাড়ানো হবে তাই নয়, রাজধানী এক্সপ্রেস, ক্রান্তি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এর মত গুরুত্বপূর্ণ প্রিমিয়াম ট্রেনগুলির গতিবেগ বাড়ানো হচ্ছে।
আর এর ফলে যাত্রীরা নিজের গন্তব্যে পৌঁছতে ১ ঘন্টা থেকে ৪ ঘন্টা পর্যন্ত কম সময়ে যাত্রা শেষ করতে পারবেন। গতি বাড়ানো নিয়ে রেলের তরফে জানানো হয়েছে, আগের তুলনায় সিগন্যালিং ব্যবস্থার যথেষ্ট আপডেট করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইন্টারলকিং সিস্টেম অত্যাধুনিক করা হয়েছে। রেলওয়ে ট্র্যাকগুলির উন্নত সংস্কার করা হয়েছে। পাশাপাশি, যাতে রেলের দুর্ঘটনা রোধ করা যায়, সেই লক্ষ্যে সিকিউরিটি সিস্টেম কবচ লাগানো হচ্ছে। তবে এই মুহূর্তে সমস্ত ট্রেনের স্পিড বাড়ানো হচ্ছে না। আর সব রুটেই যে এই সুবিধাগুলো দেওয়া যাবে তা নয়।
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজে বাংলার ভাগ্যে শূন্য, স্বীকার কেন্দ্রের
কিছু নির্দিষ্ট রুটে রেলের তরফে এই সুবিধা গুলো পাবেন যাত্রীরা। যেমন ক্রান্তি এক্সপ্রেস, মুম্বই- দিল্লি রাজধানী এক্সপ্রেস যেখানে যাতায়াত করতে প্রায় ১৬ ঘন্টা সময় লাগতো, এবার এই স্পিড বাড়ানোর ফলে ১২ ঘণ্টার মধ্যে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন। এর সঙ্গেই মুম্বই- ভদোদরা, মুম্বই- আমেদাবাদ রুটেও একইভাবে স্পিড বাড়ানো হচ্ছে। আগামী দিনে রেলওয়ের প্রযুক্তিগত আপডেট করার পরে আরো বহু ট্রেনের ক্ষেত্রেই এই স্পিড বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলির এই স্পিড বৃদ্ধির দিন ধার্য করেছে ভারতীয় রেলওয়ে। সেক্ষেত্রে আগামী ১৫ ই আগস্ট থেকেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রথমেই বন্দে ভারতের গতি বাড়ানোর ফলে খুব কম সময়ের মধ্যেই যাতায়াত করতে পারবেন।