অর্পণ ভট্টাচার্য: পশ্চিম মেদিনীপুরের (Midnapore) ঘাটালে বন্যা পরিস্থিতি! দিন কয়েকের টানা বৃষ্টিতে এমনিতেই মেদিনীপুরের (Midnapore) নদীনালা টইটম্বুর। তারপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায়। তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও।
ডিভিসি থেকে জল ছাড়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে বন্যা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। রবিবার বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল মহকুমায় পর্যালোচনা বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি। উপস্থিত ছিলেন মহকুমা শাসক ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ঘাটালের বেশ কয়েকটি এলাকা পরিদর্শনও করেন জেলাশাসক।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে-
১) এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
২) ত্রাণ সামগ্রী, ওষুধ, পানীয় জল যথেষ্ট পরিমাণে প্রস্তুত রাখা হয়েছে।
৩) ত্রাণকেন্দ্রগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।
৪) পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে।
৫) ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঘাটাল মহকুমায় কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০৩২২৫ ২৫৫১৪৫