চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের ফুড ডিপার্টমেন্টে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (West Bengal Food Supplies Recruitment)। যারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরি করতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে অফিশিয়াল নোটিশ জারি করা হয়েছে। সেখানে খাদ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের (West Bengal Food Supplies Recruitment) জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।
West Bengal Food Supplies Recruitment 2024: একবার দেখে নেওয়া যাক, কোন কোন পদে কি শিক্ষাগত যোগ্যতায় কোন পদ্ধতিতে কিভাবে নিয়োগ করা হবে?
WB Food Department-এর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে Project Manager, Data Analyst, IT Support Personal এবং Developer পদের জন্য নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ ঘরে বসেই রোজগার করতে পারবেন মহিলারা,ফ্রী ট্রেনিং, ভাতা,লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার, সুযোগ ছাড়বেন না
শিক্ষাগত যোগ্যতা– যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তাছাড়া বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার আলাদা আলাদা ভাগ রয়েছে।
আবেদনকারী প্রার্থীকে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
কিভাবে নিয়োগ করা হবে– কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে নির্ধারিত প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। সেখানেই চাকরিতে নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন– সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। WB Food and Supply Department-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ঘরে বসেই আপনার হাতের মোবাইল দিয়েও অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই সেখানে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। আবেদন করার শেষ তারিখ ১৭ ই আগস্ট ২০২৪.