বর্তমান সময়ে গাড়ি অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। নিন্মবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেক মানুষের শৌখিনতা থাকে গাড়ি কেনার। সেই কথা মাথায় রেখেই মারুতি অল্টো 800(Maruti Alto 800) নতুন মডেল। বাজারে নিয়ে এলো প্রিমিয়াম ফিচার সহ CNG গাড়ি।
চলতি বাজারে যেভাবে পেট্রোল ডিজেলের দাম চড়া, গাড়ি ভরনপোষন করা এক চিন্তার বিষয় সবার কাছেই। এরজন্য সাধারণ মানুষ এখন ইলেকট্রনিক বা CNG গাড়িকেই বেছে নিছে নিত্যদিনের সঙ্গী হিসাবে। Maruti কোম্পানির পথ শুরু 1979 সাল থেকে , তারমধ্যে আগাগোড়াই সবথেকে জনপ্রিয় মডেল হলো Maruti suzuki । তবে মারুতি অল্টোতে রয়েছে 10 ভেরিয়েশন। তাই মডেল বাজারে চলে আসা মাত্র সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সবথেকে নজর কাড়া বিষয় হলো Maruti Alto 800 গাড়িতে রয়েছে 796CC ইজ্ঞিনের মতো দারুন ফিচার। তাই এই গাড়ি পেট্রোল অথবা CNG গ্যাসেও চলবে। সাথে বাজেট ফ্রেন্ডলী এই মডেলে রয়েছে ২২.০২ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি। তাই মাইলেজ দেয় প্রতিগ্রামে 31.59 কিলোমিটার । যারফলে চার্জ থাকবে লঙ লাস্টিং, দূরবর্তী জায়গায় চলাফেরা করতেও কোনো অসুবিধা হবেনা।
এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন। 796cc ইজ্ঞিন এ রয়েছে 41ps শক্তি ও 60nm উৎপাদন করার ক্ষমতা।
আরও পড়ুনঃ ৩৬ জোড়া ট্রেন বাতিল, ফের দুর্ভোগে যাত্রীরা
আপনি যদি উন্নত Maruti Alto 800 মডেল ফোর হুইলার টপ মডেলর এক্স শোরুম থেকে কিনতে চান দাম পড়বে 5.55 লাখ। কিন্তু আপনি কোনো ফাইনান্স প্ল্যান এর মাধ্যমে কিনলে প্রথমে 1লক্ষ টাকা ডাইন পেমেন্ট করতে হবে। তারপর বাকি টাকা 5 বছরের মধ্যে10 শতাংশ হারে প্রতিমাসে 9 হাজার 671 টাকা দিলেই হবে। অর্থাৎ 5 বছরে 1লক্ষ 25 হাজার 71 টাকা দিলেই এই গাড়ি কেনা যাবে।