রাজীব ঘোষ: দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান- দুর্গাপুরে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু সেখানে হেরে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তারপরেই দলের একাংশের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগ করেন দিলীপ (Dilip Ghosh)। যদিও সেসব এখন অতীত। ইতিমধ্যেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুভেন্দু দিলীপকে মিষ্টিমুখ করাচ্ছেন। নিন্দুকদের অনেক সমালোচনার বার্তা দিয়েছেন সেদিন। এবার পুনরায় বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দাবিদার দিলীপ ঘোষ। জানা যাচ্ছে, এতে সায় রয়েছে আরএসএস-এরও।
এবার সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি পদে আরএসএস-এর পক্ষ থেকে দিলীপ ঘোষের নাম সুপারিশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির এক ব্যক্তি একপদ নীতি অনুযায়ী বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। ফলে সেই জায়গায় নতুন রাজ্য সভাপতি ঘোষণা করতে হবে। রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে আরো বেশ কয়েকজন রয়েছেন।
পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, এমনকি সৌমিত্র খাঁর নামও শোনা যাচ্ছিল। তবে রাজ্য সভাপতি হতে গেলে আরএসএসের অনুমোদন প্রয়োজন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নামে সুপারিশ করা হয়েছে অর্থাৎ দিলীপের উপরেই আস্থা রাখতে চাইছে আরএসএস।
এই প্রসঙ্গে জেনে নেওয়া দরকার, দিলীপ ঘোষ আসলে আরএসএসের যথেষ্ট নিষ্ঠাবান কর্মী ছিলেন। ফলে রাজনীতিতে গেরুয়া শিবিরে প্রত্যক্ষভাবে যোগ দেওয়ার পরে তার স্বাভাবিকভাবেই সম্মান এবং মর্যাদা বাড়তে থাকে। পাশাপাশি দিলীপ ঘোষও রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিয়েছিলেন। যার ফলে তিনি সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল। এবার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব কাকে বেছে নেন, সেদিকেই চোখ রয়েছে সকলের।