রাজীব ঘোষ: বাংলার আর্থিক উন্নয়নের পথে আরো এক ধাপ এগোনো হলো। সড়ক যোগাযোগ ক্ষেত্রে আসতে চলেছে নতুন দিশা। এবার খুব তাড়াতাড়ি মেদিনীপুরের (Midnapore) সঙ্গে জুড়বে মুর্শিদাবাদ (Murshidabad)। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খড়গপুর- মোড়গ্রাম (kharagpur- morgram) জাতীয় সড়কের সংস্কার করা হবে। সেক্ষেত্রে ৪ লেনের হাইস্পিড ফিনান্সিয়াল করিডর তৈরি হতে চলেছে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত।
আরও পড়ুনঃ টিচার নাকি ‘চিটার’! কড়া ব্যবস্থা মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে
মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই হাইওয়ে হাইস্পিড করিডরের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগ আরও সুদৃশ্য এবং সুগম হবে বলেই মনে করা হচ্ছে। আর্থিকভাবে উন্নয়নের পথও আরো প্রসারিত হবে। বীরভূম, মুর্শিদাবাদ সহ ৬ টি জেলার উপর দিয়ে এই অর্থনৈতিক করিডর হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা খড়গপুর- মোরগ্রাম ৪ লেনের হাইস্পিড হাইওয়ের জন্য ১০২৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে।
কমবেশি ৪ বছরের মধ্যে এই হাইওয়ে ৪ লেনের হাই স্পিড ট্র্যাক তৈরি করা সম্পন্ন হয়ে যাবে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এই জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। এতদিন খড়গপুর- মোরগ্রাম হাইওয়ে দিয়ে যাতায়াত করতে হলে বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ৯ থেকে ১০ ঘন্টা সময় লাগতো। সেই জায়গায় সেই সময়সীমা আরো কমে গিয়ে ৩ থেকে ৫, ঘন্টার মধ্যে এই যাতায়াত করা যাবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ চরম দুর্ভোগে মেদিনীপুরের ছাত্রছাত্রীরা, কী করলেন হোস্টেলের রাঁধুনী
বাংলার সঙ্গে আরও বেশ কয়েকটি রাজ্যের সড়ক করিডর এবং রিংরোড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুজরাটে ১০,৫৩৪ কোটি টাকা ব্যয়ে হাইওয়ের করিডর নির্মাণ হতে চলেছে। সেখানে গুয়াহাটিতে ৫ হাজার কোটির বেশি টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে রিং রোড। এছাড়াও বাংলা- নাসিক রাস্তার সম্প্রসারণ হতে চলেছে। এবারের পূর্ণাঙ্গ বাজেটে জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নয়ন করার দিকে জোর দেওয়া হয়েছে। সম্পূর্ণ এই কাজ পরিকল্পনা এবং বাস্তবায়িত হবে NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৪ লেনের হাই স্পিড হাইওয়ের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।