Bajaj Blade Electric: বাজাজের নয়া স্কুটার, এক চার্জেই ছুটবে ১৫০ কিলোমিটার

Published On:

রাজীব ঘোষ: দিনের পর দিন দেশজুড়ে টু হুইলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে অধিকাংশ মানুষের কাছেই কোনো না কোনো টু হুইলার রয়েছে। সেটা মোটরবাইক বা স্কুটার, স্কুটি যা কিছু হতে পারে। এবার পেট্রোলের দাম জেটগতিতে বাড়ছে। সেই দিকে নজর দিয়ে অনেকেই ইলেকট্রিক স্কুটারের প্রতি আগ্রহী হচ্ছেন। ইলেকট্রিক স্কুটার একদিকে যেরকম পরিবেশবান্ধব, সেরকম পেট্রোলের ঝুটঝামেলা নেই। ফলে খুব কম খরচেই এই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করা যেতে পারে।

এবার ভারতের বাজারে নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে বাজাজ (Bajaj) টু হুইলার এর জগতে জনপ্রিয় এবং নামজাদা সংস্থা হল বাজাজ। বাজাজ চেতকের পর আরেকটি নতুন ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি কোনো কিছু বলেনি। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই স্কুটারটি নাম বাজাজ ব্লেড ইলেকট্রিক(Bajaj Blade Electric) স্কুটার। অন্যান্য স্কুটারের তুলনায় এর মডেল যথেষ্ট আকর্ষণীয় করা হচ্ছে। লুক এবং পারফরমেন্সের দিক থেকেও অনেক স্কুটারকেই ছাপিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ বর্ষাকালে ফোন জলে পড়ে গেলে কী করবেন?

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাজাজের (Bajaj Blade Electric) এই নয়া ইলেকট্রিক স্কুটার দেশের বাজারে লঞ্চ করা হলে তার দাম কি হতে পারে? অফিশিয়ালি কোনো কিছু না বললেও জানা যাচ্ছে, এক্স শোরুম দাম বাজাজ ব্লেড ইলেকট্রিক স্কুটার এর হতে পারে ১.৪০ লক্ষ টাকা। তবে এর ব্যাটারি প‍্যাক যথেষ্ট অত্যাধুনিক বলেই জানা যাচ্ছে। মাত্র একবার সিঙ্গেল চার্জ দিলেই ১৫০ কিলোমিটার রেঞ্জ তুলে দিতে পারে বাজাজের এই নয়া ইলেকট্রিক স্কুটার। সেক্ষেত্রে বাজাজ ব্লেড ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে চার্জ দিতে গেলে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বলে খবর।