রাজীব ঘোষ: মোবাইল প্রিপেইড রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে যাওয়ার পরেই কপাল খুলে গেছে বিএসএনএলের (BSNL)। জিও, এয়ারটেল, ভোডাফোন ছেড়ে গ্রাহকেরা লাইন দিয়ে বিএসএনএলের (BSNL) নম্বরে পোর্ট করতে শুরু করেছেন। আর সেই সুযোগে BSNL-এর তরফেও বেশ কিছু সস্তা এবং আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। যাতে গ্রাহকেরা একটু স্বস্তি পেতে পারেন।
প্রথমেই জেনে নেওয়া যাক, বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যান, যেটি প্রায় ৪ মাস অর্থাৎ ১২০ দিন ভ্যালিডিটি থাকবে।
BSNL 666 Prepaid Recharge Plan– এই প্ল্যানের ভ্যালিডিটি ১২০ দিন অর্থাৎ ৪ মাস। ৬৬৬ টাকার এই প্ল্যানে প্রতিদিন গ্রাহক 2 GB করে Internet Data পাবেন। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ টি ফ্রী এসএমএস থাকছে দৈনিক। এই প্ল্যানের একটি বিশেষত্ব হলো,এটি মাল্টি রিচার্জ ফেসিলিটি প্ল্যান। ইউজাররা ইচ্ছা করলে একাধিকবার এই প্ল্যান রিচার্জ করে রাখতে পারবেন। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের অন্তত ৪ মাসের জন্য আর চিন্তা করতে হবে না। এই প্ল্যানে জিং মিউজিক স্ট্রিমিং এর ফ্রি সাবস্ক্রাইবেশন পাবেন গ্রাহকরা।
BSNL ১০৭ টাকার মোবাইল প্রিপেইড রিচার্জ প্ল্যান– এই প্ল্যানের মেয়াদ ৩৫ দিন অর্থাৎ ১ মাসের বেশি গ্রাহকেরা এই প্ল্যানে মোট ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট ডাটা পাবেন।
এর সঙ্গে ২০০ মিনিটের জন্য ফ্রি কলিং,এসটিডি এবং রোমিংয়ের সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকেরা বিএসএনএল টিউনস এর সুবিধা পাবেন ৫০ দিন।
এবার বিএসএনএলের এই প্ল্যানে ২০০ মিনিটের ভয়েস কলিং শেষ হয়ে গেলে লোকাল কলের ক্ষেত্রে প্রতি মিনিট ১ টাকা এবং STD কলের ক্ষেত্রে প্রতি মিনিট ১.৩ টাকা দিতে হবে ইউজারদের।
তাছাড়া ভিডিও কলিং এর ক্ষেত্রে লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রেই ইউজারদের ২ টাকা করে প্রতি মিনিটে চার্জ দিতে হবে।
3GB High Speed Data শেষ হয়ে গেলে এরপর থেকে গ্রাহককে প্রতি এমবির জন্য ২৫ পয়সা করে গুনতে হবে।
এসএমএস এর ক্ষেত্রে লোকাল এসএমএস হলে ৮০ পয়সা এবং ন্যাশনাল এসএমএস করলে ১.২০ টাকা দিতে হবে। তাছাড়া ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এসএমএস হলে ইউজারকে ৫ টাকা করে দিতে হবে।