রাজীব ঘোষ: যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন সংসদের বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi), এমনটাই দাবি করেছেন রাহুল নিজেই। বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী(Rahul Gandhi) লিখেছেন, তার বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে ইডি(ED)। ওই পোস্টে রাহুল এও জানিয়েছেন, ইডির(ED) ভিতরের লোকেরাই তাকে এই খবর দিয়েছেন।
গত ২৯ শে জুলাই সংসদে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী(Rahul Gandhi) চক্রব্যূহের কথা তুলে ধরেন। সেখানে তিনি মহাভারত আর কুরুক্ষেত্রের প্রসঙ্গ উত্থাপন করেন। আর তাতেই রাহুল ভাষণে বলেন, চক্রব্যূহ এখন পদ্মব্যূহ হয়েছে। আর এই দেশ চালাচ্ছেন মাত্র ছয় জন। সেখানে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, মোহন ভাগবত এবং দুই ব্যবসায়ী আম্বানি আর আদানির নাম তুলে ধরেন।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাহুল গান্ধী ইতিমধ্যেই জামিনে রয়েছেন। যদি দুর্নীতি করে থাকেন তাহলে তাকে গ্রেফতার করা হবে। আর যদি তা না করে থাকেন তাহলে তো তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই কথার পরেই দেশজুড়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
আরও পড়ুনঃ দীঘা যাওয়ার আরো একটি স্পেশাল ট্রেন চালু,সস্তায় ঘুরে আসুন
রাহুল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ইডি(ED) তার বিরুদ্ধে বড়সড়ো অভিযান করার পরিকল্পনা নিয়েছে। এমনকি ইডির ভিতরের লোকেরাই তাকে খবর দিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। সংসদের ভাষণে চক্রব্যূহ বিষয়টি উত্থাপন করাতেই তার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হয়েছে, এমনটাই দাবি রাহুল গান্ধীর। তবে পাশাপাশি জানিয়ে রাখলেন, তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। ইডি অফিসারদের চা বিস্কুট খাওয়ানো হবে বলেও কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।