সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ইস্পাত কারখানার জন্য পশ্চিম মেদিনীপুরে (Midnapore) এক টাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। চিটফান্ড সংক্রান্ত মামলার জন্য গঠিত বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বিশেষ বেঞ্চে সৌরভের (Sourav Ganguly) মামলার শুনানি হবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত। স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, মেদিনীপুরে (Midnapore) প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। ফলে ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। জানা যায়, শালবনিতে জিন্দলদের উদ্বৃত্ত জমিতেই তৈরি হবে সৌরভের কারখানা। কিন্তু সেই জমি নিয়ে জটিলতা তৈরি হয়৷ পশ্চিম মেদিনীপুরে (Midnapore) ‘ফিল্মসিটি’ তৈরির জন্য প্রয়াগ গোষ্ঠীকে ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার। সেখানেই এক টাকার বিনিময়ে ৩৫০ একর জমি সৌরভকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে ‘ফিল্মসিটি’ তৈরির জন্য প্রয়াগ গোষ্ঠীকে ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার। ঐ প্রকল্পে প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয় করে সংস্থাটি। কিন্তু পরবর্তীতে চিটফান্ড কান্ডে জড়িয়ে যায় সংস্থটির নাম। সেই মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে কমিটির সুপারিশে আমানতকারীদের টাকা ফেরাতে ‘ফিল্মসিটি’র জন্য নির্ধারিত ঐ ৭৫০ একর জমি সহ প্রয়াগ গোষ্ঠীর অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়ায় আমানতকারীরা এখনও টাকা ফেরত পাননি।
ইতিমধ্যে শালবনীর জমি নিয়ে জটিলতার কারণে ঐ জমিতেই ৩৫০ একর জমি ইস্পাত কারখানার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রয়াগ গোষ্ঠী মামলার নিষ্পত্তি এখনও হয়নি, আমানতকারীরাও টাকা ফেরত পাননি। তার আগেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসকে মাসুদ নামে এক আমানতকারী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। মামলাটি চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। জমি জটে ফের অনিশ্চিত সৌরভের ইস্পাত কারখানার প্রকল্প।