রাজীব ঘোষ: দেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব অর্থাৎ কর্মসংস্থানের অভাব (Unemployment) আর তার ফলেই দেশের আর্থিক পরিস্থিতিও সঠিকভাবে এগোতে পারছে না। যখন চাকরির জন্য বেকার যুবক-যুবতীরা এক সংস্থা থেকে আরেক সংস্থার দোরে দোরে ঘুরছেন, ঠিক সেই সময় তাদের জন্য আনন্দের খবর বয়ে এনেছে বহুজাতিক সংস্থা ইনফোসিস (Infosys)
সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে ইনফোসিস এর তরফে জানানো হয়েছে, চলতি বছরে ১৫ থেকে ২০ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে তারা। চলতি আর্থিক বছরের ত্রৈমাসিকের হিসাবে ইনফোসিস যথেষ্ট লাভ করেছে। আর কোম্পানির লাভের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পরেই ইনফোসিস নতুন করে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইতিমধ্যেই প্রায় ২০০০ কর্মী ইনফোসিস ছেড়ে চলে গিয়েছেন। আর তারপরেই আরো ১৫ থেকে ২০ হাজার কর্মী নিয়োগ করার ঘোষণা করেছে ইনফোসিস(Infosys)।
শুধুমাত্র স্নাতক বা স্নাতক পড়ুয়া হলেই হবে। সেই সমস্ত যুবক-যুবতীরাই ইনফোসিসে(Infosys) চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং তারাই ইনফোসিসে(Infosys) ফ্রেশার হিসেবে নিয়োগ পাবেন। শুধু ইনফোসিস নয়, আরেক আইটি সেক্টরের নামজাদা সংস্থা টাটা কনসালটেন্সিও চলতি বছরে ৪০ হাজার কর্মী নিয়োগ করবে বলে জানা গিয়েছে। সম্প্রতি টাটা কনসালটেন্সি থেকে ১৭৫৯ জন কর্মী চাকরি ছেড়ে চলে গিয়েছেন। তবে বর্তমানে টাটা কনসালটেন্সিতে ১১ হাজার কর্মী প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন।
এদিকে আরেক সংস্থা এইচসিএল থেকে ৮০৮০ জন কর্মী এর মধ্যে চাকরি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে যখন ইনফোসিস, টাটা কনসালটেন্সি এবং এইচসিএল এর মত সংস্থা থেকে বহু কর্মীরাই চাকরি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে আরেক সংস্থা LTIMindTree তে। সেখানে ২৮৪ জন কর্মী নতুন করে নিয়োগ করা হয়েছে। তবে চাকরিপ্রার্থীদের কাছে সুখবর এটাই, বৃহৎ আইটি সংস্থা ইনফোসিস (Infosys) চলতি বছরে স্নাতক বা স্নাতক পড়ুয়াদের ফ্রেশার হিসেবে নিয়োগ করতে চলেছে। সেই সংখ্যাটা ১৫ থেকে ২০ হাজার। আবার TATA কনসালটেন্সির মতো সংস্থাও চলতি বছরে ৪০ হাজার কর্মী নিয়োগ করবে।
আরও পড়ুনঃ ঠিকা আর চুক্তিভিত্তিক কর্মীদের রোস্টার মেনে রিজার্ভেশন করতে হবে, দাবি শুভেন্দুর
ইনফোসিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু ২০২৪-২৫ প্রথম ত্রৈমাসিকে সংস্থার লাভের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, তাই তারা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এবং আগামী দিনে ইনফোসিসের স্টকের মার্কেট রেটও অনেকখানি বাড়বে বলে আশা করা হচ্ছে। আর এর পরেই ইনফোসিস নতুন করে কর্মী নিয়োগ করে সংস্থার অগ্রগতি ঘটাতে চাইছে।