School Teacher: করান না ক্লাস, যান না স্কুল, তারপরেও বেতন পাচ্ছেন মেদিনীপুরের তৃণমূল নেতা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বছরের পর বছর ধরে ক্লাস করান না, যান না স্কুলেও। অথচ নিয়মিত বেতন পাচ্ছেন তৃণমূল নেতা(TMC leader)। এই ঘটনা ঘিরে এবার চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের(Pubra Medinipur) ভগবানখালি প্রাইমারি স্কুলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের শিক্ষক(School teacher) স্বপন প্রধান দীর্ঘদিন ধরেই স্কুলে যান না। পরিবর্তে ক্লাস করান তার ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। স্কুলে না যাওয়ার পরেও বেতন নেন তিনি। স্বপন ওই অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা, সঙ্গে জেলা পরিষদের সদস্য। ফলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম দেখেও মুখ খুলতে সাহস পাননি কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘স্যারকে আমরা সেভাবে স্কুলে দেখতে পায় না। ওনার বদলে এক মহিলা ক্লাস নেন।’ এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি পুলক গুড়িয়া তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘তৃণমূলের আমলে গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এখন যা অবস্থা তাতে এটাই স্বাভাবিক। ও ব্যবসায়ী, রাজনীতি করে, ক্লাস নেওয়ার সময় কোথায়?’

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল দিবসের মাঝেই বড় ঘোষণা মোহনবাগানের

স্বপন প্রধান অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি তিনি নিয়মিত স্কুলে যান। অসুস্থ থাকায় কিছুদিন আসেননি। অসুস্থতার কারণেই লিখিতভাবে মেডিক্যাল লিভের আবেদন করতে পারেননি।’