রাজীব ঘোষ: দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের(Women) ভূমিকা অপরিসীম। কোনো একটি দেশের সার্বিক আর্থিক উন্নয়ন করতে গেলে মহিলাদেরকেও সমানতালে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এবার কেন্দ্রীয় সরকার বাজেটে মহিলাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়ে গিয়েছে। সংসদে বাজেট অধিবেশন চলছে। সেখানে বাজেট বিতর্কে বহু দলের সাংসদরা অংশ নিচ্ছেন।
দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) সংসদে বাজেট (Union Budget) পেশ করেছেন। সেই বাজেটে মহিলাদের(Women)ক্ষেত্রে যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বাজেটে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নের লক্ষ্যে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছেন সীতারামন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বরাবর মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প রচনা এবং বাস্তবায়িত করে থাকে। এবারের বাজেটে যে বিষয়টি গুরুত্ব দিয়ে লক্ষ্য করা গেল, মোদি সরকার মহিলাদের উন্নয়নের জন্য আর্থিকভাবে তাদের স্বাবলম্বী করার চিন্তাভাবনা করেছেন।
বাজেটে ঘোষণা করা হয়েছে, মহিলারা(Women) সম্পত্তি কেনার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যথেষ্ট ছাড় পাবেন। কোনো সম্পত্তি বাড়ি, ফ্ল্যাট, জমি সহ যেকোনো সম্পদ ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার পাবেন এবং সে ক্ষেত্রে সরকারি ছাড় মিলবে। শুধু তাই নয়, মহিলারা যাতে আরো কর্মমুখী হয়ে উঠতে পারেন, সেই কারণে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাজেটে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ তফসিলিদের চাকরির সুযোগ বাড়বে আরও? বড় ঘোষণা সুপ্রিম কোর্টের
পাশাপাশি মহিলাদের কর্মমুখী করে তোলার ক্ষেত্রে আরো সুযোগ-সুবিধা যেমন কর্মমুখী প্রশিক্ষণ বা ট্রেনিং এবং নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে দক্ষতা বৃদ্ধির জন্য আর্থিক বরাদ্দর সঙ্গে মহিলাদের হোস্টেল তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। যে সমস্ত মহিলারা বর্তমানে চাকুরীজীবী, একক সংসারে মহিলা চাকরিজীবী থাকলে তাদের সন্তানদের দেখাশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেই দিকে নজর দিয়ে সরকারের তরফে ক্রেশ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে এবারের বাজেটে মহিলাদের উন্নয়নের প্রতিফলন দেখা গিয়েছে।