সুদীপ্তা মিত্র পরিবহন ব্যবস্থা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ব্যবস্থা। তারমধ্যে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হল মেট্রো ও রেল ব্যবস্থা। যত দিন এগোচ্ছে ততই নিত্যযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবথেকে সমস্যার বিষয় হলো কাজের সময় সবারই তাড়াহুড়ো থাকে টিকিট কেটে গন্তব্যস্থলে যাওয়ার জন্য।
কিন্তু অফিস টাইমে তাড়াহুড়োর কারণে অনেকেরই বিশাল টিকিটের লাইনের সম্মুখীন হতে হয়। তাই নিত্যযাত্রীদের জন্য রেলের তরফ থেকে এক নতুন উদ্যোগ নেওয়া হল One India One Ticket
খুব শীঘ্রই এই পদক্ষেপ বাস্তবায়িত হতে চলেছে। এই পরিষেবা দরুন পরিবহন যাত্রীরা কিছুদিন আগেই টিকিট কেটে রাখতে পারবে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ইতিমধ্যেই IRCTC এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই সুবিধা বাস্তবায়িত করেছে। রেল ও মেট্রোর সংযোগস্থলে দিল্লির এনসিআর এলাকায় এই পরিষেবা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি নাকি তৃণমূল? কোথায় যাবেন অধীর? তুঙ্গে জল্পনা
দিল্লি এলাকায় IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে মেট্রো টিকিট বুক করা যাবে। পদ্ধতি খুবই সহজ কিউআর কোড এর মাধ্যমে টোকেন কাটতে হবে তাহলেই যাত্রীরা তাদের টিকিট দেখতে পাবে। এই সুবিধার মাধ্যমে নিত্যযাত্রীদের বিশাল টিকিট লাইনের সম্মুখীন হতে হবে না, অনায়াসে নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে।