সময়টা মোটেই ভাল যাচ্ছে না অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury)। কিছুদিন আগেই লোকসভা ভোটে নবাগত ইউসুফ পাঠানের কাছে হেরেছেন তিনি। তারপর দিল্লিতে গিয়ে বৈঠকের মাঝেই তাকে শুনতে হয়েছে তিনি নাকি প্রাক্তন হয়ে গেছেন। অবশ্য বঙ্গ রাজনীতিতে কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল অধীরের(Adhir Ranjan Chowdhury) জায়গায় নাকি নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির খোঁজ চলছে। এই নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ জানিয়েছিলেন অধীর(Adhir Ranjan Chowdhury)। এরইমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অধীরকে আহ্বান জানান হল দলে যোগ দিতে। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার এই বিষয়ে বলেন, ‘ মানুষের জন্য কাজ করতে চাইলে অধীর মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে তৃণমূলে(TMC) আসতে পারেন।’
তবে তৃণমূল বিধায়ক যতই অধীরকে শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান না কেন অন্য একটি সূত্রের দাবি বিজেপিতে(BJP) যেতে পারেন অধীর। এর আগে বারংবার তৃণমূল বিরোধিতায় সরব হয়েছেন অধীর। তীব্রভাবে তৃণমূল বিরোধীতার কারণে বারংবার কংগ্রেস হাইকমান্ডের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এই অবস্থায় অধীরের মূল লক্ষ্য তৃণমূল বিরোধিতা। রাজ্যে কংগ্রেসের বেহাল দশার কারণে তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচারে অধীর যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বারবার আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে তাকে সেভাবে সরব হতে দেখা যায়নি। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এর আগে অধীরকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। ফলে রাজনৈতিক মহলের দাবি অধীর বিজেপিতে গেলেও অবাক হওয়ার কিছু নেই।
রাজ্য – রাজনীতিতে অধীরের অবস্থান নিয়ে আলোচনা শুরু হলেও এই বিষয়ে মুখ খুলতে রাজি নন কংগ্রেসের পুরোনো সৈনিক। সুতরাং অধীর কী করেন তা দেখার জন্য
আপাতত অপেক্ষা ছাড়া গতি নেই।