নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হলো কবি অর্থিতা মণ্ডলের কাব্যগ্রন্থ ‘যে জন্ম বেজেছে ফকিরি এস্রাজে’। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চিত্র পরিচালক অতনু ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ফ্লিম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সহ-সভাপতি প্রেমেন্দ্র মজুমদার ও যুগ্ম সম্পাদক শংকর পাল।
সোমবার সন্ধ্যায় মেদিনীপুর(Midnapore) ফিল্ম সোসাইটিতে আয়োজিত হয়েছিল বইপ্রকাশ অনুষ্ঠান। কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি রাজেশ্বরী ষড়ংগী। কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন অর্থিতা।
আরও পড়ুনঃ রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব ও বইপ্রকাশ
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশক ও গল্পকার বিতান চক্রবর্তী, প্রকাশক ও কবি কিরীটি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থ সাঁতরা, সুমন মহান্তি, অভিনন্দন মুখোপাধ্যায়, নির্মাল্য মুখোপাধ্যায়, তৌফিক হোসেন, তপনজ্যোতি মাঝি, সুগত চক্রবর্তী,অর্কপ্রভ দত্ত, জয়ন্ত মণ্ডল, সুমন্ত সাহা, সৌমেন শেখর, কুমারেশ ঘোষ, নিসর্গ নির্যাস মাহাতো, অনামিকা তিওয়ারি, আমির হামজা, মঙ্গল হাজরা প্রমুখ।