স্বপ্নীল মজুমদার: ঝাড়গ্রাম(Jhargram) চিড়িয়াখানায় একটি মেছো বিড়ালকে দত্তক নিলেন বনমন্ত্রী বিরবাহা হাঁসদা(Forest Minister Birbaha Hansda)। রবিবার ঝাড়গ্রামের(Jhargram) জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক(Jangalmahal Zoologycal Park) পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী।
চিড়িয়াখানার বন্যপ্রাণিদের দত্তক নেওয়ার ব্যবস্থা কয়েক বছর আগে চালু হয়েছে। যাঁরা বন্যপ্রাণি দত্তক নেন, তাঁরা সারা বছর সংশ্লিষ্ট বন্যপ্রাণিটির পরিচর্যার খরচ বহন করেন। এদিন চিড়িয়াখানা পরিদর্শন করেন বনমন্ত্রী এবং বন দফতরের একাধিক শীর্ষস্তরের আধিকারিকরা। ছিলেন ওয়েস্টবেঙ্গল জ়ু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, মুখ্য বনপাল (পশ্চিম চক্র) বিজয়কুমার সালিমঠ, ডিএফও (Jhargram) উমর ইমাম, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের মেদিনীপুরের ডিভিশনাল ম্যানেজার পঙ্কজ সূর্যবংশী।
আরও পড়ুনঃ রাজনীতিতে নামতে চলেছেন প্রশান্ত কিশোর, করলেন নতুন দলের ঘোষণা
সূত্রের খবর, ঝাড়গ্রাম(Jhargram) চিড়িয়াখানাটির পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে টাইগার সাফারি, জলজ পাখিদের এনক্লোজার, অ্যানাকোন্ডা জাতীয় সাপের এনক্লোজার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন পরিদর্শনের পর ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে বন কর্তাদের সঙ্গে বৈঠক করেন বনমন্ত্রী।
আমলাচটি ভেষজ উদ্যানটিও পরিদর্শন করেন তাঁরা। আমলাচটি ভেষজ উদ্যানটির উন্নয়ন ও ইকো টুরিজ়ম নিয়েও এদিন আলোচনা হয়।