Prashant Kishor: রাজনীতিতে নামতে চলেছেন প্রশান্ত কিশোর, করলেন নতুন দলের ঘোষণা

Published On:

এবার সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন প্রশান্ত কিশোর(Prashant Kishor)। তার ‘জন সুরজ অভিযান’ রাজনৈতিক দল(Political party) হিসেবে আগামী গান্ধীজয়ন্তীর দিন আত্মপ্রকাশ করতে চলেছে বলে খবর। ইতিমধ্যে চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। আগামী বছর বিহারে বিধানসভা ভোট রয়েছে, তার আগে ‘জন সুরজ অভিযান’ রাজনৈতিক দল হিসেবে উন্নীত হলে যে বিহারের রাজনীতির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর(Prashant Kishor)। সেখানেই দলের চূড়ান্ত রূপরেখা স্থির হয়েছে বলে খবর। আগামী কয়েকদিনে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় নেতৃত্ব সম্পর্কে।

আরও পড়ুনঃ ‘শয়তান …’ কাকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী?

প্রসঙ্গত, ‘জন সুরজ অভিযান’ শুরু হয়েছিল বিহারের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে। এক্ষেত্রে প্রধান মুখ ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। এখন দেখার, বিহারের আগামী বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের এই দল কতটা ছাপ ফেলতে পারে।