নিসর্গ নির্যাস মাহাতো: বাস ও স্কুটির সংঘর্ষে মৃত ১। আর তারপরেই বিক্ষোভ রাস্তা ঘেরাও করে। ওই বিক্ষোভের মাঝে ঢুকে পড়ে বেশ কয়েকজন মদ্যপ। তারপরেই নিশানা করে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপরে। পশ্চিম মেদিনীপুর(Midnapore) জেলার মেদিনীপুর শহরের(Midnapore Town) আবাসের ঘটনা।
রবিবার সকালে একটি বাস আসছিল মেদিনীপুর শহরের(Midnapore Town) দিকে। তার ঠিক সামনেই ছিল একটি স্কুটি। তবে স্কুটির চালকের হেলমেট ছিল না। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় পিছলে ( স্লিপ/ স্কিট করে) যায় স্কুটির চাকা। এরপরেই একদিকে কাত হয়ে যায় স্কুটিটি। বাসের গায়ে লেগে যায় স্কুটির হ্যান্ডেল। তারপরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা(Accident)। চালক সহ স্কুটি উল্টে পড়ে। বাসের পেছনের চাকায় থেঁতলে যায় আরোহীর মাথা। এরপরে কুইকোটা কালী মন্দিরের সামনে ঘেরাও করা হয় বাসটিকে। স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। পদক্ষেপ নেই প্রশাসনের। বারবার বলেও কোনও সুরাহা হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যায় সাংবাদিকরা। ঘটনাস্থলে আসে পুলিশও। হঠাৎ-ই ২ সাংবাদিকদের দিকে ছুটে যায় বেশ কয়েকজন। ক্রমাগত দিতে থাকে হুমকি। উদ্যত হয় বাঁশ নিয়ে মারতে। সেই সঙ্গে চলতে থাকে অশ্রাব্য মন্তব্য। পুলিশকে তোয়াক্কা না করেই হুমকি দেওয়া হয় ‘মেরে পুঁতে দেব’। আক্রান্ত সাংবাদিকদের নাম- অর্ণব দাস, মকবুল হোসেন। আক্রান্ত সাংবাদিকরা জানাচ্ছেন আকাশ দাস, শচীন সাহা ও দীপা মণ্ডল হুমকি দিয়ে তাঁদের মারতে উদ্যত হয়। আরও অভিযোগ, আক্রমণকারীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন মদ্যপ। আক্রমণকারীদের প্রশ্ন ছিল, এলাকায় রাস্তার বেহাল অবস্থা নিয়ে কেন আগে খবর করতে আসা হয়নি? তবে স্থানীয় সূত্রে খবর, আক্রমণকারীদের কেউই রাস্তার বেহাল অবস্থা নিয়ে এর আগে কখনও তেমনভাবে সরব হননি।
বেশ কিছুক্ষণ পরে পুলিশ ও সাংবাদিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের একাংশের দাবি, সাংবাদিকদের ওপর যাঁরা আক্রমণ করেছেন তাঁরা ঠিক করেননি। আক্রান্ত সাংবাদিক অর্ণব বলেন, আক্রমণকারীদের পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তিনি বলেন, যে কোনও ধরণের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্য ও দুঃখজনক। তবে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা ও হুমকির মধ্যে পড়া লজ্জাজনক।
আরও পড়ুনঃ অলিম্পিকে নতুন ইভেন্ট ব্রেক ডান্স, “ডান্স দিওয়ানার” দেশ হলেও নেই ভারতের কোন প্রতিযোগী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের চালক ও সহযোগী পলাতক।