সোনায় সোহাগা! দাম কমেছে সোনার (Gold Price)! বাজেটে শুল্ক কমেছে সোনার উপর! তারপর থেকেই সোনার দাম (Gold Price) কমেছে বাজারে। রুপোর দামও তীব্রভাবে হ্রাস পেয়েছে। বাজেটের পর থেকে সোনার দাম (Gold Price) ১০ গ্রামে ৫ হাজার টাকা কমে গিয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, সোনা কেনার এটাই উপযুক্ত সময়।
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে হকার বিক্ষোভে তোলপাড়
যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ, সোনা প্রথম পছন্দ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের। ২৬ জুলাইয়ের হিসাবে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬৮১৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫০৮ টাকা। সোনা বিক্রি করতে গেলে, ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬২০২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম হয়েছে ৫৩৫০ টাকা। অন্যদিকে রূপোর দামও অনেকটাই কমেছে। শুক্রবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮১ হাজার ৮২৭ টাকা।
দিন কয়েক আগে ২৩ জুলাই মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনা ও রুপোর উপর কাস্টমস ডিউটি বিপুল হারে কমানোর কথা ঘোষণা করেছেন। সোনা ও রুপোর আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। তারপর থেকে বাজারে দাম কমতে শুরু করেছে ঐ দুই ধাতুর।